Vice President of India || ভারতের উপরাষ্ট্রপতি
সংবিধান অনুসারে, ভারতের উপরাষ্ট্রপতি হলেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ আধিকারিক। ভারতীয় সংবিধানের 63 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে "ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন।" রাষ্ট্রপতির মৃত্যু, পদত্যাগ, অপসারণ বা অন্যান্য পরিস্থিতিতে রাষ্ট্রপতির পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির ভূমিকা পালন করেন।
Appointment of Vice-presidents || উপরাষ্ট্রপতির নিয়োগ
ভারতের উপরাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচনী সংস্থা দ্বারা একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে নির্বাচিত হন। তার কার্যকালের মেয়াদ সাধারণত পাঁচ বছর। তবে, কার্যকাল শেষ হওয়ার আগেই সংবিধানভঙ্গের অপরাধে তাকে পদচ্যুত করা যায় বা তিনি স্বেচ্ছায় রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করতে পারেন। ভারতের উপরাষ্ট্রপতি পুনরায় ওই পদে নির্বাচিত হতে পারেন।
Powers of Vice-president of India || উপরাস্ত্রপতির ক্ষমতা
প্রথমত, ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকারবলে রাজ্যসভায় সভাপতিত্ব করেন। দ্বিতীয়ত, কোনো কারণে রাষ্ট্রপতির পদ শুন্য হলে তিনি রাষ্ট্রপতির ভূমিকা পালন করেন।
List of Vice Presidents of India || ভারতের উপরাষ্ট্রপতির তালিকা
ক্রম | উপরাষ্ট্রপতি | কর্যকাল |
---|---|---|
1 | সর্বপল্লী রাধাকৃষ্ণণ | 13 মে 1952 - 12 মে 1962 |
2 | জাকির হুসেইন | 13 মে 1962- 12 মে 1967 |
3 | বরাহগিরি ভেঙ্কট গিরি | 13 মে 1967 - 03 মে 1969 |
4 | গোপাল স্বরূপ পাঠক | 31 আগস্ট 1969- 30 আগস্ট 1974 |
5 | বসপ্পা ধনপ্পা জত্তী | 31 আগস্ট 1974- 30 আগস্ট 1979 |
6 | মহম্মদ হিদায়তুল্লাহ | 31 আগস্ট 1979 - 30 আগস্ট 1984 |
7 | রামাস্বামী ভেঙ্কটরামন | 31 আগস্ট 1984- 24 জুলাই 1987 |
8 | শঙ্কর দয়াল শর্মা | 03 সেপ্ট: 1987- 24 জুলাই 1992 |
9 | কোছেরিল রামন নারায়ানান | 21 আগস্ট 1992- 24 জুলাই 1997 |
10 | কৃষ্ণ কান্ত | 21 আগস্ট 1997- 27 জুলাই 2002 |
11 | ভৈরো সিং শেখাওয়াৎ | 19 আগস্ট 2002 - 21 জুলাই 2007 |
12 | মহম্মদ হামিদ আনসারি | 11 আগস্ট 2007- 11 আগস্ট 2017 |
13 | ভেংকাইয়া নাইডু | 11 আগস্ট 2017- বর্তমান |