Header Ads Widget

header ads

Ticker

6/recent/ticker-posts

Vice Presidents of India || ভারতের উপরাষ্ট্রপতি

Vice President of India || ভারতের উপরাষ্ট্রপতি

সংবিধান অনুসারে, ভারতের উপরাষ্ট্রপতি হলেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ আধিকারিক। ভারতীয় সংবিধানের 63 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে "ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন।" রাষ্ট্রপতির মৃত্যু, পদত্যাগ, অপসারণ বা অন্যান্য পরিস্থিতিতে রাষ্ট্রপতির পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির ভূমিকা পালন করেন।

Appointment of Vice-presidents || উপরাষ্ট্রপতির নিয়োগ

ভারতের উপরাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচনী সংস্থা দ্বারা একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে নির্বাচিত হন। তার কার্যকালের মেয়াদ সাধারণত পাঁচ বছর। তবে, কার্যকাল শেষ হওয়ার আগেই সংবিধানভঙ্গের অপরাধে তাকে পদচ্যুত করা যায় বা তিনি স্বেচ্ছায় রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করতে পারেন। ভারতের উপরাষ্ট্রপতি পুনরায় ওই পদে নির্বাচিত হতে পারেন। 

Powers of Vice-president of India || উপরাস্ত্রপতির ক্ষমতা

প্রথমত, ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকারবলে রাজ্যসভায় সভাপতিত্ব করেন। দ্বিতীয়ত, কোনো কারণে রাষ্ট্রপতির পদ শুন্য হলে তিনি রাষ্ট্রপতির ভূমিকা পালন করেন। 

List of Vice Presidents of India || ভারতের উপরাষ্ট্রপতির তালিকা

ক্রমউপরাষ্ট্রপতিকর্যকাল
1সর্বপল্লী রাধাকৃষ্ণণ13 মে 1952 - 12 মে 1962
2জাকির হুসেইন13 মে 1962- 12 মে 1967
3বরাহগিরি ভেঙ্কট গিরি13 মে 1967 - 03 মে 1969
4গোপাল স্বরূপ পাঠক31 আগস্ট 1969- 30 আগস্ট 1974
5বসপ্পা ধনপ্পা জত্তী31 আগস্ট 1974- 30 আগস্ট 1979
6মহম্মদ হিদায়তুল্লাহ31 আগস্ট 1979 - 30 আগস্ট 1984
7রামাস্বামী ভেঙ্কটরামন31 আগস্ট 1984- 24 জুলাই 1987
8শঙ্কর দয়াল শর্মা03 সেপ্ট: 1987- 24 জুলাই 1992
9কোছেরিল রামন নারায়ানান21 আগস্ট 1992- 24 জুলাই 1997
10কৃষ্ণ কান্ত21 আগস্ট 1997- 27 জুলাই 2002
11ভৈরো সিং শেখাওয়াৎ19 আগস্ট 2002 - 21 জুলাই 2007
12মহম্মদ হামিদ আনসারি11 আগস্ট 2007- 11 আগস্ট 2017
13ভেংকাইয়া নাইডু11 আগস্ট 2017- বর্তমান