Prime Ministers of India || ভারতের প্রধানমন্ত্রী
সংবিধান অনুসারে ভারতে সংসদীয় শাসনব্যবস্থা প্রচলিত রয়েছে। এইরূপ শাসনব্যবস্থায় একজন নিয়মতান্ত্রিক শাসক থাকেন এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীপরিষদ প্রকৃত ক্ষমতা ভোগ করে থাকেন। ভারতের নিয়মতান্ত্রিক শাসক হলেন রাষ্ট্রপতি এবং প্রকৃত শাসক হলেন প্রধানমন্ত্রী। তিনি হলেন রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা। এছাড়াও প্রধানমন্ত্রীর নানবিধ ভুমিকা রয়েছে।
List of Indian Prime Ministers |
Appointment || নিয়োগ
সংবিধানের 75(1) নং ধারা অনুসারে, ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন। সাধারণত লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করে থাকেন। প্রধানমন্ত্রী লোকসভা অথবা রাজ্যসভার সদস্য হতে পারেন। তবে, পার্লামেন্টের কোনো কক্ষের সদস্য নন এরূপ কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলে তাকে ছয় মাসের মধ্যে পার্লামেন্টের সদস্য হিসেবে নির্বাচিত হতে হয়।
Qualification || যোগ্যতা
ভারতের প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে -
(ক) অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
(খ) সংসদের যেকোনো একটি কক্ষ অর্থাৎ রাজ্যসভা অথবা লোকসভার সদস্য হতে হবে। তবে, সংসদের সদস্য না হয়েও কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারেন,সেক্ষেত্রে ছ-মাসের মধ্যেই তাঁকে সংসদের যেকোনো একটি কক্ষের সদস্য হিসেবে নির্বাচিত হতে হবে।
(গ) লোকসভার সদস্য হলে কমপক্ষে ২৫ বছর এবং রাজ্যসভার সদস্য হলে কমপক্ষে ৩০ বছর বয়সী হতে হবে।
(ঘ) সরকারি বা বেসরকারি অথবা সরকার নিয়ন্ত্রণাধীন কোনো সংস্থায় কোনো লাভজনক পদে নিযুক্ত থাকতে পারবেন না।
Role and Powers of Prime Minister of India || ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি
প্রথমত, লোকসভার নেতা বা নেত্রী হলেন প্রধানমন্ত্রী। তিনি লোকসভার অধিবেশন কখন ডাকা হবে, কত দিন চলবে, কোন কোন বিষয়ের উপর আলোচনা চলবে ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নেন।
দ্বিতীয়ত, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন এবং এব্যাপারে তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত।
তৃতীয়ত, ক্যাবিনেটের নেতা হিসেবে তিনি ক্যাবিনেট মন্ত্রীদের দপ্তর বন্টন ও পুনর্বন্টন করেন।
চতুর্থত, ভারতের প্রধানমন্ত্রীর প্রধান কাজ হল রাষ্ট্রপতিকে পরামর্শ দান করা।
পঞ্চমত, সমস্ত রকম দলীয় রাজনীতির উর্ধ্বে, ভারতের প্রধানমন্ত্রী হলেন ভারতীয় জাতির নেতা।
List of Prime Minister of India||ভারতের প্রধানমন্ত্রীর তালিকা
নীচে ভারতের প্রধানমন্ত্রীদের নাম এবং তাদের কার্যকালের তালিকা দেওয়া হল। তারকাচিহ্নিত ব্যক্তিগণ অস্থায়ীরূপে প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করেছেন।
ক্রম | নাম | দায়িত্ব গ্রহণ | অব্যহতি |
---|---|---|---|
1 | জওহরলাল নেহেরু | ১৫/৮/১৯৪৭ | ২৭/৫/১৯৬৪ |
2 | গুলজারিলাল নন্দা* | ২৭/৫/ ১৯৬৪ | ৯/৬/১৯৬৪ |
3 | লাল বাহাদুর শাস্ত্রী | ৯/৬/১৯৬৪ | ১১/১/১৯৬৬ |
4 | গুলজারিলাল নন্দা* | ১১/১/১৯৬৬ | ২৪/১/১৯৬৬ |
5 | ইন্দিরা গান্ধী | ২৪/১/১৯৬৬ | ২৪/৩/১৯৭৭ |
6 | মোরারজি দেসাই | ২৪/৩/১৯৭৭ | ২৮/৭/১৯৭৯ |
7 | চৌধুরী চরণ সিং | ২৮/৭/১৯৭৯ | ১৪/১/১৯৮০ |
8 | ইন্দিরা গান্ধী | ১৪/১/১৯৮০ | ৩১/১০/১৯৮৪ |
9 | রাজীব গান্ধী | ৩১/১০/১৯৮৪ | ২/১২/১৯৮৯ |
10 | বিশ্বনাথ প্রতাপ সিং | ২/১২/১৯৮৯ | ১০/১১/১৯৯০ |
11 | চন্দ্র শেখর | ১০/১১/১৯৯০ | ২১/৬/১৯৯১ |
12 | পি ভি নরসিমা রাও | ২১/৬/১৯৯১ | ১৬/৫/১৯৯৬ |
13 | অটল বিহারী বাজপেয়ি | ১৬/৫/১৯৯৬ | ১/৬/১৯৯৬ |
14 | এইচ. ডি. দেবগৌড়া | ১/৬/১৯৯৬ | ২১/৪/১৯৯৭ |
15 | ইন্দ্র কুমার গুজরাল | ২১/৪/১৯৯৭ | ১৯/৩/১৯৯৮ |
16 | অটল বিহারী বাজপেয়ি | ১৯/৩/১৯৯৮ | ২২/৫/২০০৪ |
17 | ডঃ মনমোহন সিংহ | ২২/৫/২০০৪ | ২৬/৫/২০১৪ |
18 | নরেন্দ্র মোদী | ২৬/৫/২০১৪ | বর্তমান |