Header Ads Widget

header ads

Ticker

6/recent/ticker-posts

Speakers of Loke Sabha|| লোকসভার স্পিকার

Speakers of Lok Sabha || লোকসভার স্পিকার

ভারতের কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষ অর্থাৎ লোকসভা যিনি পরিচালনা করেন তাঁকে বলা হয় স্পীকার বা অধ্যক্ষ। ভারতের সংসদীয় শাসনব্যবস্থায় স্পিকারের বিশেষ ভূমিকা রয়েছে।

Appointment and Terms of service || নিয়োগ এবং কার্যকাল

প্রত্যেক সাধারণ নির্বাচনের পর নির্বাচিত সদস্যগণ নিজেদের মধ্য থেকে একজনকে স্পিকার বা অধ্যক্ষ এবং একজনকে ডেপুটি স্পিকার বা উপাধ্যক্ষ নির্বাচন করেন। স্পিকার অবশ্যই লোকসভার সদস্য হন। স্পিকারের কার্যকালের মেয়াদ লোকসভার কার্যকালের সমান অর্থাৎ পাঁচ বছর। কিন্তু তার আগেই যদি লোকসভা ভেঙ্গে দেওয়া হয়,  তাহলে তাঁর কার্যকালের সমাপ্তি ঘটে। এছাড়া তিনি স্বেচ্ছায় পদত্যাগ করলে বা তাঁকে অপসারণ করা হলে স্পিকারের কার্যকালের পরিসমাপ্তি ঘটে।

Role of Speaker || স্পিকারের ভূমিকা

প্রথমত, লোকসভার স্পিকারের প্রথম এবং প্রধান কাজ হল লোকসভার কর্মসূচি পরিচালনা করা। তিনি সদস্যদের বিতর্কে অংশগ্রহণের সুযোগ করে দেন এবং একইসঙ্গে সভার শৃঙ্খলা বজায় রাখেন।

দ্বিতীয়ত, স্পিকারের অন্যতম কাজ হল সদস্যদের অধিকার রক্ষা করা।

তৃতীয়ত, কোনো বিল অর্থবিল কি না তা নির্ধারণ করার ক্ষমতা স্পিকারের রয়েছে। উল্লেখ্য যে, এব্যাপারে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত।

চতুর্থত, লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন।

পঞ্চমত, স্পিকার লোকসভার সঙ্গে রাষ্ট্রপতির যোগসূত্র স্থাপন করেন।

List of Speakers || লোকসভার স্পিকারের তালিকা


ক্রমনামকার্যকাল
1গণেশ বাসুদেব মাভলংকর15 মে, 1952 - 27 জানু:, 1956
2এম এ আয়াঙ্গার8 মার্চ, 1956 - 16 এপ্রিল, 1962
3সর্দার হুকুম সিং17 এপ্রিল, 1962 - 16 মার্চ, 1967
4নীলম সঞ্জীব রেড্ডি17 মার্চ, 1967 - 19 জুলাই, 1969
5জি এস ধিলোঁ8 আগস্ট, 1969 - ১1 ডিসেম্বর, 1975
6বলিরাম ভগত15 জানু, 1976 -25 মার্চ, 1977
7নীলম সঞ্জীব রেড্ডি26 মার্চ, 1977 - 13 জুলাই, 1977
8কে এস হেগড়ে21 জুলাই, 1977 - 21 জানু:, 1980
9বলরাম জাখর22 জানু, 1980 -18 ডিসে:, 1989
10রবি রায়19 ডিসেম্বর 1989 - 9 জুলাই, 1991
11শিবরাজ পাটিল10 জুলাই, 1991 - 22 মে, 1996
12পি এ সাংমা25 মে, 1996 - 23 মার্চ, 1998
13জি এম সি বালাযোগী24 মার্চ, 1998 - 13 মার্চ, 2002
14মনোহর যোশী10 মে, 2002 - 2 জুন, 2004
15সোমনাথ চট্টোপাধ্যায়4 জুন, 2004 - 30 মে, 2009
16মীরা কুমার30 মে, 2009- 4 জুন, 2014
17সুমিত্রা মহাজন5 জুন, 2014 - 17 জুন 2019
18ওম বিড়লা18 জুন, 2019 - বর্তমান