Header Ads Widget

header ads

Ticker

6/recent/ticker-posts

Presidents of India || ভারতের রাষ্ট্রপতি

Presidents of India || ভারতের রাষ্ট্রপতি

ভারতের সর্বোচ্চ পদাধিকারী হলেন রাষ্ট্রপতি। তিনি ভারতের নিয়মতান্ত্রিক শাসক। সংবিধান অনুসারে ভারতের সকল শাসন ক্ষমতা তাঁর হাতেই অর্পিত হয়েছে। ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডঃ রাজেন্দ্র প্রসাদ।

Qualification || যোগ্যতা

সংবিধানের ৫৮ ধারা অনুসারে, ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীর যোগ্যতা হবে নিম্নরূপ:
1) তাঁকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে;
2) তাঁর বয়স ৩৫ বছর বা তার বেশি হতে হবে;
3) একজন লোকসভা প্রার্থী হওয়ার সমতুল্য যোগ্যতা থাকা প্রয়োজন;
4) রাজ্য অথবা কেন্দ্র সরকার বা কোনো স্থানীয় কর্তৃপক্ষের অধীনস্থ লাভজনক পদে আসীন কোনো ব্যক্তি রাষ্ট্রপতি পদপার্থী হতে পারবেন না।

Appointment || নিয়োগ ও অপসারণ

রাষ্ট্রপতি ভারতীয় সংসদ (লোকসভা ও রাজ্যসভা) এবং বিভিন্ন রাজ্যের বিধানসভার নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত এক নির্বাচকমণ্ডলীর দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। নির্বাচন পদ্ধতির বিচারে, একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন।

Powers || রাষ্ট্রপতির ক্ষমতা

সংবিধান অনুসারে ভারতের রাষ্ট্রপতি হলেন সকল ক্ষমতার অধিকারী। তাঁর গুরুত্বপুর্ণ ক্ষমতাগুলি হল-
শাসনসংক্রান্ত ক্ষমতা- তিনি লোকসভায় সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা নেত্রীকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন এবং প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যদের নিযুক্ত করে থাকেন। এছাড়া, ভারতের রাষ্ট্রপতি অন্যান্য যেসকল পদাধিকারীদের নিয়োগ করেন তারা হলেন- সকল রাজ্যের রাজ্যপাল, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টগুলির প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি, ভারতের অ্যাটর্নি জেনারেল, কম্পট্রোলার ও অডিটার জেনারেল, মুখ্য ও অন্যান্য নির্বাচন কমিশনার, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যবৃন্দ, অন্যান্য দেশে নিযুক্ত রাষ্ট্রদূত ও হাই কমিশনার প্রমুখ।

আইন সংক্রান্ত ক্ষমতা- ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতের কেন্দ্রীয় আইনসভা বা সংসদের অবিচ্ছেদ্দ অঙ্গ। তাঁর সম্মতি ছাড়া কোনো বিল আইনে পরিণত হয়না। তিনি উভয় কক্ষের (লোকসভা ও রাজ্যসভা) অধিবেশন আহ্বান ও প্রত্যাহার করেন। তত্ত্বগতভাবে, তিনি লোকসভা ভেঙে দিতে পারেন। অধিবেশন বন্ধ থাকাকালীন, সরকার জরুরি মনে করলে, রাষ্ট্রপতি অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারেন।

অর্থনৈতিক ক্ষমতা- অর্থবিল একমাত্র রাষ্ট্রপতির অনুমোদনক্রমেই সংসদে পেশ করা যেতে পারে। তিনি বার্ষিক বাজেট ও পরিপূরক বাজেট অধিবেশনের আগে সংসদে ভাষণ দেন। তিনি প্রতি পাঁচ বছর অন্তর একটি অর্থ কমিশন গঠন করেন।
বিচারবিভাগীয় ক্ষমতা- রাষ্ট্রপতি আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করতে পারেন। তিনি কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড সম্পূর্ণ মকুব করতে পারেন বা হ্রাস করতে পারেন। এছাড়া তিনি কয়েকটি বিচারবিভাগীয় সুবিধা ভোগ করেন। যথা- কার্যকালে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা জারু করা যায় না। তিনি তার কাজের জন্য আদালতে জবাবদিহি করতে বাধ্য থাকেন না।
জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা- ভারতের রাষ্ট্রপতি তিন ধরণের জরুরি ক্ষমতা ভোগ করেন। সেগুলি হল- জাতীয় জরুরি অবস্থা (ধারা ৩৫২), রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা (ধারা ৩৫৬), অর্থনৈতিক জরুরি অবস্থা (ধারা ৩৬০)।

List of Presidents of India|| ভারতের রাষ্ট্রপতির তালিকা

ক্রমরাষ্ট্রপতিকর্যকাল
1রাজেন্দ্র প্রসাদ26 জানু: 1950- 13 মে 1962
2সর্বপল্লী রাধাকৃষ্ণণ13 মে 1962- 13 মে 1967
3জাকির হুসেইন13 মে 1967- 3 মে 1969
4বরাহগিরি ভেঙ্কট গিরি *3 মে 1969- 20 জুলাই 1969
5মুহাম্মদ হিদায়াতউল্লাহ *20 জুলাই 1969- 24 আগস্ট 1969
6বরাহগিরি ভেঙ্কট গিরি24 আগস্ট 1969- 24 আগস্ট 1974
7ফখরুদ্দিন আলি আহমেদ24 আগস্ট 1974- 11 ফেব্রু: 1977
8বসপ্পা ধনপ্পা জত্তী *11 ফেব্রু: 1977- 25 জুলাই 1977
9নীলম সঞ্জীব রেড্ডি25 জুলাই 1977- 25 জুলাই 1982
10জৈল সিংহ25 জুলাই 1982- 25 জুলাই 1987
11রামাস্বামী ভেঙ্কটরামন25 জুলাই 1987- 25 জুলাই 1992
12শঙ্কর দয়াল শর্মা25 জুলাই 1992- 25 জুলাই 1997
13কোছেরিল রামন নারায়ানান25 জুলাই 1997- 25 জুলাই2002
14এ. পি. জে. আবদুল কালাম25 জুলাই 2002- 25 জুলাই 2007
15প্রতিভা পাটিল25 জুলাই 2007- 25 জুলাই 2012
15প্রণব মুখোপাধ্যায়25 জুলাই 2012- 24 জুলাই 2017
16রাম নাথ কোবিন্দ25 জুলাই 2017- বর্তমান