Header Ads Widget

header ads

Ticker

6/recent/ticker-posts

Governor of West Bengal || পশ্চিমবঙ্গের রাজ্যপাল

Governor of West Bengal || পশ্চিমবঙ্গের রাজ্যপাল

ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান যেমন রাষ্ট্রপতি, তেমনি ভারতের অঙ্গরাজ্যগুলির সাংবিধানিক প্রধান হলেন রাজ্যপাল। রাজ্যপাল রাষ্ট্রপতি কর্তৃক পাঁচ বছরের জন্য নিযুক্ত হন। সংবিধানে প্রত্যেক অঙ্গরাজ্যের জন্য একজন করে রাজ্যপাল থাকার কথা বলা হয়েছে, তবে দুই বা তার বেশি রাজ্যের জন্যও একজন মাত্র রাজ্যপাল থাকতে পারেন।



Qualification || রাজ্যপাল পদপ্রার্থীর যোগ্যতাবলী

(ক) তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ।

(খ) তার বয়স হতে হবে কমপক্ষে ৩৫ বছর।

(গ) তিনি সংসদের উভয়কক্ষের বা রাজ্য বিধানসভার সদস্য থাকতে পারবেন না ।

(ঘ) তিনি কোনো সরকারি বা বেসরকারি লাভজনক পদে নিযুক্ত থাকতে পারবেন না ।

Powers || রাজ্যপালের ক্ষমতা

১) রাজ্যপাল হলেন রাজ্যের শাসন ব্যবস্থায় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেন রাজ্যপাল।

২) তিনি মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন। এছাড়া তিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ও রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদেরও নিয়োগ করে থাকেন। রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের নিয়োগের সময় রাষ্ট্রপতি তার পরামর্শ নেন ।

৩) তিনি রাজ্য আইনসভার অবিচ্ছেদ্দ অঙ্গ। তার সম্মতি ছাড়া রাজ্য বিধানসভায় গৃহীত কোনো বিল আইনে পরিণত হয় না । 

৪) বিধানসভার অধিবেশন বন্ধ থাকাকালীন তিনি প্রয়োজন হলে অর্ডিনান্স বা অস্থায়ী আইন জারি করতে পারেন। 

৫) তিনি রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা জারি করার জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করতে পারেন।

৬) রাজ্যপাল দন্ডপ্রাপ্ত ব্যক্তির দন্ড মুকুব বা হ্রাস করতে পারেন, তবে মৃত্যুদন্ডপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শনের এক্তিয়ার তার নেই ।

List of Governors of West Bengal || পশ্চিমবঙ্গের রাজ্যপালের তালিকা

নীচের তালিকায় পশ্চিমবঙ্গের রাজ্যপালদের নাম এবং কার্যকাল তুলে ধরা হল। 

ক্রমক্রমকার্যভার গ্রহণ
1চক্রবর্তী রাজাগোপালাচারী15 আগস্ট 1947- 21 জুন 1948
2কৈলাশ নাথ কাটজু21 জুন 1948 - 01 নভেম্বর 1951
3হরেন্দ্র কুমার মুখার্জি1 নভেম্বর 1951- 8 আগস্ট 1956
4পদ্মজা নাইডু3 নভেম্বর 1956- 1 জুন 1967
5ধর্ম বীরা01 জুন 1967- 01 এপ্রিল 1969
6দীপ নারায়ণ সিনহা (কার্যকরী)1 এপ্রিল 1969- 19 সেপ্ট 1969
7শান্তি স্বরূপ ধাওয়ান19 সেপ্ট 1969- 21 আগস্ট 1971
8এন্টোনি ল্যান্সলট ডিয়াজ21 আগস্ট 1971- 6 নভেম্বর 1979
9ত্রিভুবন নারায়ণ সিংহ6 নভেম্বর 1979- 12 সেপ্ট 1981
10ভৈরব দত্ত পান্ডে12 সেপ্ট 1981- 10 অক্টো 1983
11অনন্ত প্রসাদ শর্মা10 অক্টো 1983- 16 আগস্ট 1984
12সতীশ চন্দ্র (কার্যকরী)16 আগস্ট 1984- 1 অক্টোবর 1984
13উমা শংকর দীক্ষিত1 অক্টোবর 1984- 12 আগস্ট 1986
14সৈয়দ নুরুল হাসান12 আগস্ট 1986- 20 মার্চ 1989
15টি.ভি. রাজেশ্বর20 মার্চ 1989- 7 ফেব্রুয়ারি 1990
16সৈয়দ নুরুল হাসান7 ফেব্রু: 1990- 12 জুলাই 1993
17বি. সত্যনারায়ন রেড্ডি (অতিরিক্ত দায়িত্ব)13 জুলাই 1993- 14 আগস্ট 1993
18কে.ভি রঘুনাথ রেড্ডি14 আগস্ট 1993- 27 এপ্রিল 1998
19এ. আর. কিদওয়াই (অতিরিক্ত দায়িত্ব)27 এপ্রিল 1998- 18 মে 1999
20শ্যামল কুমার সেন (কার্যকরী)18 মে 1999 - 04 ডিসে: 1999
21বীরেন জে. শাহ4 ডিসে: 1999- 14 ডিসে: 2004
22গোপালকৃষ্ণ গান্ধী14 ডিসে: 2004- 14 ডিসে: 2009
23দেবানন্দ কোঁয়ার (অতিরিক্ত দায়িত্ব)14 ডিসে: 2009- 19 ডিসে: 2009
24এম. কে. নারায়নন19 ডিসে: 2009- 30 জুন 2014
25ডি ওয়াই পাতিল (কার্যকরী)3 জুলাই 2014- 17 জুলাই 2014
26কেশরী নাথ ত্রিপাঠি24 জুলাই 2014- 29 জুলাই 2019
26জগদীপ ধনকর29 জুলাই 2019- বর্তমান