Governor of West Bengal || পশ্চিমবঙ্গের রাজ্যপাল
ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান যেমন রাষ্ট্রপতি, তেমনি ভারতের অঙ্গরাজ্যগুলির সাংবিধানিক প্রধান হলেন রাজ্যপাল। রাজ্যপাল রাষ্ট্রপতি কর্তৃক পাঁচ বছরের জন্য নিযুক্ত হন। সংবিধানে প্রত্যেক অঙ্গরাজ্যের জন্য একজন করে রাজ্যপাল থাকার কথা বলা হয়েছে, তবে দুই বা তার বেশি রাজ্যের জন্যও একজন মাত্র রাজ্যপাল থাকতে পারেন।
Qualification || রাজ্যপাল পদপ্রার্থীর যোগ্যতাবলী
(ক) তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ।
(খ) তার বয়স হতে হবে কমপক্ষে ৩৫ বছর।
(গ) তিনি সংসদের উভয়কক্ষের বা রাজ্য বিধানসভার সদস্য থাকতে পারবেন না ।
(ঘ) তিনি কোনো সরকারি বা বেসরকারি লাভজনক পদে নিযুক্ত থাকতে পারবেন না ।
Powers || রাজ্যপালের ক্ষমতা
১) রাজ্যপাল হলেন রাজ্যের শাসন ব্যবস্থায় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেন রাজ্যপাল।
২) তিনি মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন। এছাড়া তিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ও রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদেরও নিয়োগ করে থাকেন। রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের নিয়োগের সময় রাষ্ট্রপতি তার পরামর্শ নেন ।
৩) তিনি রাজ্য আইনসভার অবিচ্ছেদ্দ অঙ্গ। তার সম্মতি ছাড়া রাজ্য বিধানসভায় গৃহীত কোনো বিল আইনে পরিণত হয় না ।
৪) বিধানসভার অধিবেশন বন্ধ থাকাকালীন তিনি প্রয়োজন হলে অর্ডিনান্স বা অস্থায়ী আইন জারি করতে পারেন।
৫) তিনি রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা জারি করার জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করতে পারেন।
৬) রাজ্যপাল দন্ডপ্রাপ্ত ব্যক্তির দন্ড মুকুব বা হ্রাস করতে পারেন, তবে মৃত্যুদন্ডপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শনের এক্তিয়ার তার নেই ।
List of Governors of West Bengal || পশ্চিমবঙ্গের রাজ্যপালের তালিকা
নীচের তালিকায় পশ্চিমবঙ্গের রাজ্যপালদের নাম এবং কার্যকাল তুলে ধরা হল।
ক্রম | ক্রম | কার্যভার গ্রহণ |
---|---|---|
1 | চক্রবর্তী রাজাগোপালাচারী | 15 আগস্ট 1947- 21 জুন 1948 |
2 | কৈলাশ নাথ কাটজু | 21 জুন 1948 - 01 নভেম্বর 1951 |
3 | হরেন্দ্র কুমার মুখার্জি | 1 নভেম্বর 1951- 8 আগস্ট 1956 |
4 | পদ্মজা নাইডু | 3 নভেম্বর 1956- 1 জুন 1967 |
5 | ধর্ম বীরা | 01 জুন 1967- 01 এপ্রিল 1969 |
6 | দীপ নারায়ণ সিনহা (কার্যকরী) | 1 এপ্রিল 1969- 19 সেপ্ট 1969 |
7 | শান্তি স্বরূপ ধাওয়ান | 19 সেপ্ট 1969- 21 আগস্ট 1971 |
8 | এন্টোনি ল্যান্সলট ডিয়াজ | 21 আগস্ট 1971- 6 নভেম্বর 1979 |
9 | ত্রিভুবন নারায়ণ সিংহ | 6 নভেম্বর 1979- 12 সেপ্ট 1981 |
10 | ভৈরব দত্ত পান্ডে | 12 সেপ্ট 1981- 10 অক্টো 1983 |
11 | অনন্ত প্রসাদ শর্মা | 10 অক্টো 1983- 16 আগস্ট 1984 |
12 | সতীশ চন্দ্র (কার্যকরী) | 16 আগস্ট 1984- 1 অক্টোবর 1984 |
13 | উমা শংকর দীক্ষিত | 1 অক্টোবর 1984- 12 আগস্ট 1986 |
14 | সৈয়দ নুরুল হাসান | 12 আগস্ট 1986- 20 মার্চ 1989 |
15 | টি.ভি. রাজেশ্বর | 20 মার্চ 1989- 7 ফেব্রুয়ারি 1990 |
16 | সৈয়দ নুরুল হাসান | 7 ফেব্রু: 1990- 12 জুলাই 1993 |
17 | বি. সত্যনারায়ন রেড্ডি (অতিরিক্ত দায়িত্ব) | 13 জুলাই 1993- 14 আগস্ট 1993 |
18 | কে.ভি রঘুনাথ রেড্ডি | 14 আগস্ট 1993- 27 এপ্রিল 1998 |
19 | এ. আর. কিদওয়াই (অতিরিক্ত দায়িত্ব) | 27 এপ্রিল 1998- 18 মে 1999 |
20 | শ্যামল কুমার সেন (কার্যকরী) | 18 মে 1999 - 04 ডিসে: 1999 |
21 | বীরেন জে. শাহ | 4 ডিসে: 1999- 14 ডিসে: 2004 |
22 | গোপালকৃষ্ণ গান্ধী | 14 ডিসে: 2004- 14 ডিসে: 2009 |
23 | দেবানন্দ কোঁয়ার (অতিরিক্ত দায়িত্ব) | 14 ডিসে: 2009- 19 ডিসে: 2009 |
24 | এম. কে. নারায়নন | 19 ডিসে: 2009- 30 জুন 2014 |
25 | ডি ওয়াই পাতিল (কার্যকরী) | 3 জুলাই 2014- 17 জুলাই 2014 |
26 | কেশরী নাথ ত্রিপাঠি | 24 জুলাই 2014- 29 জুলাই 2019 |
26 | জগদীপ ধনকর | 29 জুলাই 2019- বর্তমান |