Header Ads Widget

header ads

Ticker

6/recent/ticker-posts

Election Commissioner of India || নির্বাচন কমিশন

Election Commission of India || ভারতের নির্বাচন কমিশন

ভারতের সংবিধানে সকল প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটাধিকার স্বীকৃত হয়েছে। আর সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করার জন্য একটি নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। ভারতীয় সংবিধানের ৩২৪ নং ধারা অনুযায়ী, সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। নির্বাচন কমিশন হল একটি স্থায়ি, স্বাধীন, স্বশাসিত সাংবিধানিক সংস্থা।

Composition || কমিশনের গঠন

ভারতের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা হয়েছিল 1950 সালের 25 শে জানুয়ারি। সেইসময় এর সদস্যসংখ্যা ছিল এক। অর্থাৎ, একজন মাত্র মুখ্য নির্বাচন কমিশনার নিয়ে ভারতের নির্বাচন কমিশনের পথচলা শুরু হয়েছিল। ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। 1989 সালের সাধারণ নির্বাচনের আগে প্রথমবার অতিরিক্ত দু'জন কমিশনার নিয়োগ করা হয়েছিল। তবে সেই নিয়োগ ছিল অস্থায়ী। "The Election Commissioner Amendment Act, 1989" আইনটি 1990 সালে বলবত হওয়ার পর থেকে নির্বাচন কমিশনের সদস্যসংখ্যা হয় তিন। বর্তমানে ভারতে তিনজন নির্বাচন কমিশনার রয়েছেন।

Appointment || নিয়োগ

মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। তাঁদের চাকুরির শর্তাবলি, কার্যকালের মেয়াদ ইত্যাদি পার্লামেন্ট-প্রণীত আইনের মাধ্যমে নির্ধারিত হয়। বর্তমানে তাদের কার্যকালের মেয়াদ ছয় বছর। তবে, ওই সময়ের আগেই কারো বয়স 65 বছর হয়ে গেলে তাঁর কার্যকালের পরিসমাপ্তি ঘটে।

Removal || অপসারণ

পার্লামেন্টের মোট সদস্যের অর্ধেকের বেশি এবং উপস্থিত ও ভোটপ্রদানকারী সদস্যদের দুই-তৃতীয়াংশ যদি প্রমাণিত অসদাচরণ এবং অক্ষমতার অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ করার প্রস্তাব করেন, তবেই রাষ্ট্রপতি তাঁকে অপসারণ করতে পারেন। আবার, মুখ্য নির্বাচন কমিশনারের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি অন্যান্য নির্বাচন কমিশনারদের অপসারিত করতে পারেন।

Role of Election Commission of India || নির্বাচন কমিশনের প্রধান কাজ

ভারতের নির্বাচন কমিশনের উল্লেখযোগ্য কাজগুলি হল- 
1) প্রতি দশ বছর অন্তর জনগণনা অনুযায়ী নির্বাচন কেন্দ্রগুলির সীমা পুনর্নির্দেশ ও ভোটদাতার পরিধির পুনর্বিন্যাস করা;

2) ভোটদাতাদের চূড়ান্ত তালিকা (Voter List) প্রস্তুত করা;

3) রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেওয়া;

4) রাজনৈতিক দল ও নির্দল প্রার্থীদের নির্বাচনী প্রতীক প্রদান করা;

5) নির্বাচন প্রক্রিয়ার অনুকূলে নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি করা;

6) ভোটারদের সচিত্র পরিচয়পত্র (EPIC বা Electors Photo Identity Cards) প্রদান করা;

7) প্রত্যেক নির্বাচন আগে আদর্শ আচরণ বিধি প্রণয়ন করা;

8) রেডিও, টিভি প্রভৃতি বেতার মাধ্যমে ভোটপ্রার্থীদের প্রচারের সময় বণ্টন করা; 

9) প্রার্থীপিছু নির্বাচনী ব্যয়ের সীমা নির্ধারণ করা; 

10) অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটদাতাদের সচেতনতা বৃদ্ধি করা।

list of Chief Election Commissioners || মুখ্য নির্বাচন কমিশনারের তালিকা


ক্রমনামকার্যভার গ্রহণকার্যকাল সমাপ্তি
1সুকুমার সেন21-মার্চ-5019-ডিসে-58
2কল্যান সুন্দরম20-ডিসে-5830-সেপ্ট-67
3এস পি সেন বর্মা01-অক্টো-6730-সেপ্টে-72
4নাাগেন্দ্র সিং01-অক্টো-7206-ফেব্রু-73
5টি স্বামীনাথন07-ফেব্রু-7317-জুন-77
6এস এল শাকধার18-জুন-7717-জুন-82
7আর কে ত্রিবেদী18-জুন-8231-ডিসে-85
8আর ভি এস পেরি শাস্ত্রী01-জানু-8625-নভে-90
9ভি এস রামাদেবি26-নভে-9011-ডিসেc-90
10টি এন সেসন12-ডিসে-9011-ডিসে-96
11এম এস গিল12-ডিসে-9613-জুন-01
12জে এম লিংডো14-জুন-0107-ফেব্রু-04
13টি এস কৃষ্ণমুর্তি08-ফেব্রু-0415-মে-2005
14বি বি ট্যান্ডন16-মে-200529-জুন-06
15এন গোপালাস্বামি30-জুন-0620-এপ্রিল-09
16নবীন চাওলা21-এপ্রিল-0929-জুলাই-10
17এস ওয়াই কুরেশি30-জুলাই-1010-জুন-12
18ভি এস সম্পথ11-জুন-1215-জানু-15
19এইচ এস ব্রহ্মা16-জানু-1518-এপ্রিল-15
20নাসিম জায়দি19-এপ্রিল-201505-জুলাই-17
21অচল কুমার জ্যোতি6-জুলাই-201722-জানু-18
22ওম প্রকাশ রাওয়াত23-জানু-181-ডিসে-18
23সুনীল অরোরা2-ডিসে-18বর্তমান