Election Commission of India || ভারতের নির্বাচন কমিশন
ভারতের সংবিধানে সকল প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটাধিকার স্বীকৃত হয়েছে। আর সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করার জন্য একটি নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। ভারতীয় সংবিধানের ৩২৪ নং ধারা অনুযায়ী, সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। নির্বাচন কমিশন হল একটি স্থায়ি, স্বাধীন, স্বশাসিত সাংবিধানিক সংস্থা।
Composition || কমিশনের গঠন
Appointment || নিয়োগ
Removal || অপসারণ
Role of Election Commission of India || নির্বাচন কমিশনের প্রধান কাজ
ভারতের নির্বাচন কমিশনের উল্লেখযোগ্য কাজগুলি হল-
1) প্রতি দশ বছর অন্তর জনগণনা অনুযায়ী নির্বাচন কেন্দ্রগুলির সীমা পুনর্নির্দেশ ও ভোটদাতার পরিধির পুনর্বিন্যাস করা;
2) ভোটদাতাদের চূড়ান্ত তালিকা (Voter List) প্রস্তুত করা;
3) রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেওয়া;
4) রাজনৈতিক দল ও নির্দল প্রার্থীদের নির্বাচনী প্রতীক প্রদান করা;
5) নির্বাচন প্রক্রিয়ার অনুকূলে নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি করা;
6) ভোটারদের সচিত্র পরিচয়পত্র (EPIC বা Electors Photo Identity Cards) প্রদান করা;
7) প্রত্যেক নির্বাচন আগে আদর্শ আচরণ বিধি প্রণয়ন করা;
8) রেডিও, টিভি প্রভৃতি বেতার মাধ্যমে ভোটপ্রার্থীদের প্রচারের সময় বণ্টন করা;
9) প্রার্থীপিছু নির্বাচনী ব্যয়ের সীমা নির্ধারণ করা;
10) অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটদাতাদের সচেতনতা বৃদ্ধি করা।
list of Chief Election Commissioners || মুখ্য নির্বাচন কমিশনারের তালিকা
ক্রম | নাম | কার্যভার গ্রহণ | কার্যকাল সমাপ্তি |
---|---|---|---|
1 | সুকুমার সেন | 21-মার্চ-50 | 19-ডিসে-58 |
2 | কল্যান সুন্দরম | 20-ডিসে-58 | 30-সেপ্ট-67 |
3 | এস পি সেন বর্মা | 01-অক্টো-67 | 30-সেপ্টে-72 |
4 | নাাগেন্দ্র সিং | 01-অক্টো-72 | 06-ফেব্রু-73 |
5 | টি স্বামীনাথন | 07-ফেব্রু-73 | 17-জুন-77 |
6 | এস এল শাকধার | 18-জুন-77 | 17-জুন-82 |
7 | আর কে ত্রিবেদী | 18-জুন-82 | 31-ডিসে-85 |
8 | আর ভি এস পেরি শাস্ত্রী | 01-জানু-86 | 25-নভে-90 |
9 | ভি এস রামাদেবি | 26-নভে-90 | 11-ডিসেc-90 |
10 | টি এন সেসন | 12-ডিসে-90 | 11-ডিসে-96 |
11 | এম এস গিল | 12-ডিসে-96 | 13-জুন-01 |
12 | জে এম লিংডো | 14-জুন-01 | 07-ফেব্রু-04 |
13 | টি এস কৃষ্ণমুর্তি | 08-ফেব্রু-04 | 15-মে-2005 |
14 | বি বি ট্যান্ডন | 16-মে-2005 | 29-জুন-06 |
15 | এন গোপালাস্বামি | 30-জুন-06 | 20-এপ্রিল-09 |
16 | নবীন চাওলা | 21-এপ্রিল-09 | 29-জুলাই-10 |
17 | এস ওয়াই কুরেশি | 30-জুলাই-10 | 10-জুন-12 |
18 | ভি এস সম্পথ | 11-জুন-12 | 15-জানু-15 |
19 | এইচ এস ব্রহ্মা | 16-জানু-15 | 18-এপ্রিল-15 |
20 | নাসিম জায়দি | 19-এপ্রিল-2015 | 05-জুলাই-17 |
21 | অচল কুমার জ্যোতি | 6-জুলাই-2017 | 22-জানু-18 |
22 | ওম প্রকাশ রাওয়াত | 23-জানু-18 | 1-ডিসে-18 |
23 | সুনীল অরোরা | 2-ডিসে-18 | বর্তমান |