Header Ads Widget

header ads

Ticker

6/recent/ticker-posts

Constitution of India- ভারতের সংবিধান

ভারতের সংবিধান

ভারতের সংবিধান হল বিশ্বের সবথেকে বড় লিখিত সংবিধান। সংবিধান হল ভারতের সর্বোচ্চ আইন। তাই ভারতের নাগরিক হিসেবে আমাদের সংবিধান সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা উচিত। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং ক্যুইজ কম্পিটিশনে সংবিধান বিষয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়। বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য ভারতের সংবিধানের মূল নির্যাসটুকু তুলে ধরা হল।



প্রস্তাবনা (Preamble)

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়িয়া তুলিতে এবং উহার সকল নাগরিক যাহাতে: সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায়বিচার ; চিন্তার, অভিব্যক্তির, বিশ্বাসের, ধর্মের ও উপাসনার স্বাধীনতা ; প্রতিষ্ঠা ও সুযোগের সমতা নিশ্চিতভাবে লাভ করেন; এবং তাঁহাদের সকলের মধ্যে ব্যক্তি-মর্যাদা ও জাতীয় ঐক্য ও সংহতির আশ্বাসক ভ্রাতৃভাব বর্ধিত হয়; তজ্জন্য সত্যনিষ্ঠার সহিত সংকল্প করিয়া আমাদের সংবিধান সভায় অদ্য, ২৬ নভেম্বর, ১৯৪৯ তারিখে, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ, বিধিবদ্ধ এবং আমাদিগকে অর্পণ করিতেছি।

ভাগসমূহ (Parts)

ভারতের সংবিধানের কোন অংশের কী বিষয়বস্তু এবং কোন অংশে কোন কোন ধারা রয়েছে তা তালিকা আকারে তুলে ধরা হল।

অংশবিষয়বস্তুধারাসমূহ
প্রথম সংঘ ও উহার রাজ্যক্ষেত্র1 থেকে 4
দ্বিতীয় নাগরিকতা5 থেকে11
তৃতীয় মৌলিক অধিকার12 থেকে 35
চতুর্থ রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি36 থেকে 51
চতুুর্থ-কমৌলিক কর্তব্যসমূহ51-A
পঞ্চমকেন্দ্রিয় সরকার 52 থেকে 151
 প্রথম অধ্যায়- নির্বাহিকবর্গ52 থেকে 78
 দ্বিতীয় অধ্যায়- সংসদ79 থেকে 122
 তৃতীয় অধ্যায়- রাষ্ট্রপতির বিধানিক (আইনগত) ক্ষমতা123
 চতুর্থ অধ্যায়- কেন্দ্রীয় বিচার বিভাগ124 থেকে 147
 পঞ্চম অধ্যায়- ভারতের কম্পট্রোলার ও অডিটর জেনারেল148 থেকে 151
ষষ্ঠ রাজ্যসমূহ 152 থেকে 237
 ১ম অধ্যায়- সাধারণ152
 ২য় অধ্যায়- নির্বাহিকবর্গ 153 থেকে 167
 ৩য় অধ্যায় - রাজ্য আইনবিভাগ 168 থেকে 212
 ৪র্থ অধ্যায়- রাজ্যপালের বিধানিক (আইনগত) ক্ষমতা213
 ৫ম অধ্যায়- হাইকোর্ট214 থেকে 232
 ৬ঠ অধ্যায়- নিম্ন আদালতসমূহ233 থেকে 237
সপ্তমপ্রথম তফসীলের অংশ খ-এর অন্তর্ভুক্ত রাজ্যসমূহ প্রত্যাহৃত
অষ্টম কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ 239 থেকে 242
নবম পঞ্চায়েত 243 থেকে 243-O
নবম- ক পৌরসভা 243-P থেকে 243-ZG
নবম- খ সংমবায় সমিতি 243-ZH থেকে 243-ZT
দশম তফসিলী ও জনজাতি ক্ষেত্রসমূহ 244 থেকে 244-A
একাদশকেন্দ্র-রাজ্য সম্পর্ক 245 থেকে 263
 ১ম অধ্যায়- আইনগত সম্পর্ক245 থেকে 255
 ২য় অধ্যায়- প্রশাসনিক সম্পর্ক 256 থেকে 263
দ্বাদশ বিত্ত, সম্পত্তি, সংবিদা ও মোকদ্দমা264 থেকে 300-A
 ১ম অধ্যায়- বিত্ত 264 থেকে 291
 ২য় অধ্যায়- ঋণগ্রহণ292 থেকে 293
 ৩য় অধ্যায়- সম্পত্তি, সংবিদা, অধিকার, দায়িতা, দায়িত্ব ও মোকদ্দমা294 থেকে 300
 ৪র্থ অধ্যায়- সম্পত্তিতে অধিকার300-A
ত্রয়োদশ ভারতের রাজ্যক্ষেত্রের অভ্যন্তরে ব্যবসায়, বাণিজ্য এবং যোগাযোগ 301 থেকে 307
চতুর্দশকেন্দ্র ও রাজ্যসমূহের অধীনে কৃত্যকসমূহ 308 থেকে 323
 ১ম অধ্যায়- কৃত্যকসমূহ308 থেকে 314
 ২য় অধ্যায়- সরকারি কৃত্যক কমিশনসমূহ315 থেকে 323
চতুর্দশ-কট্রাইব্যুনালসমূহ323-A থেকে 323-B
পঞ্চদশনাির্বাচন 324 থেকে 329-A
ষোড়শ কোনো কোনো শ্রেণি সম্বন্ধে বিশেষ বিধানসমূহ330 থেকে 342
সপ্তদশসরকারি ভাষা343 থেকে 351
 ১ম অধ্যায়- সাংঘের ভাষা343 থেকে 344
 ২য় অধ্যায়- আঞ্চলিক ভাষাসমূহ345 থেকে 347
 ৩য় অধ্যায়- সুপ্রিম কোর্ট, হাইকোর্টসমূহ ইত্যাদির ভাষা348 থেকে 349
 ৪র্থ অধ্যায়- বিশেষ নির্দেশসমূহ350 থেকে 351
অষ্টাদশ জরুরি অবস্থার বিধানসমূহ352 থেকে 360
উনবিংশবিবিধ361 থেকে 367
বিংশসংবিধান সংশোধন 368
একবিংশ অস্থায়ী, অন্তর্বর্তিকালীন ও বিশেষ বিধানসমূহ369 থেকে 392
দ্বাবিংশসংক্ষিপ্ত নাম, প্রারম্ভ ও নিরসন393 থেকে 395

তফসীল (Schedule)

ভারতীয় সংবিধানের তফসিলের বিষয়বস্তু সংক্ষেপে তুলে ধরা হল।

তফসিলধারাসমূহবিবরণ
প্রথম1 এবং 4ভারতের অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের তালিকা
দ্বিতীয়59(3), 65(3), 75(6), 97, 125, 148(3), 158(3), 164(5), 186 এবং 221রাষ্ট্রপতি, রাজ্যপাল, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, রাজ্যসভার সভাপতি, সহসভাপতি, বিচারপতি, কম্পট্রোলার ও অডিটর জেনারেল প্রমুখ আধিকারিক সম্পর্কিত বিধান
তৃতীয়75(4), 99, 124(6), 148(2), 164(3), 188 এবং 219শপথ গ্রহণের বয়ানসমূহ
চতুর্থ4(1) এবং 80(2)রাজ্যসভায় আসন বন্টন সম্পর্কিত
পঞ্চম244(1)তফসিল ক্ষেত্রসমূহ ও জনজাতিসমূহের প্রশাসন ও নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান
ষষ্ঠ244(2) এবং 275(1)অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের জনজাতি ক্ষেত্রসমূহের প্রশাসন সম্পর্কিত বিধানসমূহ
সপ্তম246কেন্দ্র, রাজ্য ও যুগ্ম তালিকা
অষ্টম344(1) এবং 351সরকারি ভাষাসমূহ
নবম31-Bকোনো কোনো আইন ও নিয়মসমূহের বৈধতা
দশম 102(2) এবং 191(2)দলত্যাগ বিরোধী আইন
একাদশ243-Gপঞ্চায়েতরাজ
দ্বাদশ243-Wপৌরসভা

অন্যান্য বিষয়সমূহ

সংবিধান রচনার ইতিহাস(Coming Soon)

সংবিধান সংশোধনের তালিকা(Coming Soon)

মৌলিক অধিকারসমূহ(Coming Soon)

মৌলিক কর্তব্যসমূহ(Coming Soon)