ভারতের সংবিধান
ভারতের সংবিধান হল বিশ্বের সবথেকে বড় লিখিত সংবিধান। সংবিধান হল ভারতের সর্বোচ্চ আইন। তাই ভারতের নাগরিক হিসেবে আমাদের সংবিধান সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা উচিত। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং ক্যুইজ কম্পিটিশনে সংবিধান বিষয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়। বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য ভারতের সংবিধানের মূল নির্যাসটুকু তুলে ধরা হল।
প্রস্তাবনা (Preamble)
আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়িয়া তুলিতে এবং উহার সকল নাগরিক যাহাতে: সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায়বিচার ; চিন্তার, অভিব্যক্তির, বিশ্বাসের, ধর্মের ও উপাসনার স্বাধীনতা ; প্রতিষ্ঠা ও সুযোগের সমতা নিশ্চিতভাবে লাভ করেন; এবং তাঁহাদের সকলের মধ্যে ব্যক্তি-মর্যাদা ও জাতীয় ঐক্য ও সংহতির আশ্বাসক ভ্রাতৃভাব বর্ধিত হয়; তজ্জন্য সত্যনিষ্ঠার সহিত সংকল্প করিয়া আমাদের সংবিধান সভায় অদ্য, ২৬ নভেম্বর, ১৯৪৯ তারিখে, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ, বিধিবদ্ধ এবং আমাদিগকে অর্পণ করিতেছি।
ভাগসমূহ (Parts)
ভারতের সংবিধানের কোন অংশের কী বিষয়বস্তু এবং কোন অংশে কোন কোন ধারা রয়েছে তা তালিকা আকারে তুলে ধরা হল।
অংশ | বিষয়বস্তু | ধারাসমূহ |
---|---|---|
প্রথম | সংঘ ও উহার রাজ্যক্ষেত্র | 1 থেকে 4 |
দ্বিতীয় | নাগরিকতা | 5 থেকে11 |
তৃতীয় | মৌলিক অধিকার | 12 থেকে 35 |
চতুর্থ | রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি | 36 থেকে 51 |
চতুুর্থ-ক | মৌলিক কর্তব্যসমূহ | 51-A |
পঞ্চম | কেন্দ্রিয় সরকার | 52 থেকে 151 |
প্রথম অধ্যায়- নির্বাহিকবর্গ | 52 থেকে 78 | |
দ্বিতীয় অধ্যায়- সংসদ | 79 থেকে 122 | |
তৃতীয় অধ্যায়- রাষ্ট্রপতির বিধানিক (আইনগত) ক্ষমতা | 123 | |
চতুর্থ অধ্যায়- কেন্দ্রীয় বিচার বিভাগ | 124 থেকে 147 | |
পঞ্চম অধ্যায়- ভারতের কম্পট্রোলার ও অডিটর জেনারেল | 148 থেকে 151 | |
ষষ্ঠ | রাজ্যসমূহ | 152 থেকে 237 |
১ম অধ্যায়- সাধারণ | 152 | |
২য় অধ্যায়- নির্বাহিকবর্গ | 153 থেকে 167 | |
৩য় অধ্যায় - রাজ্য আইনবিভাগ | 168 থেকে 212 | |
৪র্থ অধ্যায়- রাজ্যপালের বিধানিক (আইনগত) ক্ষমতা | 213 | |
৫ম অধ্যায়- হাইকোর্ট | 214 থেকে 232 | |
৬ঠ অধ্যায়- নিম্ন আদালতসমূহ | 233 থেকে 237 | |
সপ্তম | প্রথম তফসীলের অংশ খ-এর অন্তর্ভুক্ত রাজ্যসমূহ | প্রত্যাহৃত |
অষ্টম | কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ | 239 থেকে 242 |
নবম | পঞ্চায়েত | 243 থেকে 243-O |
নবম- ক | পৌরসভা | 243-P থেকে 243-ZG |
নবম- খ | সংমবায় সমিতি | 243-ZH থেকে 243-ZT |
দশম | তফসিলী ও জনজাতি ক্ষেত্রসমূহ | 244 থেকে 244-A |
একাদশ | কেন্দ্র-রাজ্য সম্পর্ক | 245 থেকে 263 |
১ম অধ্যায়- আইনগত সম্পর্ক | 245 থেকে 255 | |
২য় অধ্যায়- প্রশাসনিক সম্পর্ক | 256 থেকে 263 | |
দ্বাদশ | বিত্ত, সম্পত্তি, সংবিদা ও মোকদ্দমা | 264 থেকে 300-A |
১ম অধ্যায়- বিত্ত | 264 থেকে 291 | |
২য় অধ্যায়- ঋণগ্রহণ | 292 থেকে 293 | |
৩য় অধ্যায়- সম্পত্তি, সংবিদা, অধিকার, দায়িতা, দায়িত্ব ও মোকদ্দমা | 294 থেকে 300 | |
৪র্থ অধ্যায়- সম্পত্তিতে অধিকার | 300-A | |
ত্রয়োদশ | ভারতের রাজ্যক্ষেত্রের অভ্যন্তরে ব্যবসায়, বাণিজ্য এবং যোগাযোগ | 301 থেকে 307 |
চতুর্দশ | কেন্দ্র ও রাজ্যসমূহের অধীনে কৃত্যকসমূহ | 308 থেকে 323 |
১ম অধ্যায়- কৃত্যকসমূহ | 308 থেকে 314 | |
২য় অধ্যায়- সরকারি কৃত্যক কমিশনসমূহ | 315 থেকে 323 | |
চতুর্দশ-ক | ট্রাইব্যুনালসমূহ | 323-A থেকে 323-B |
পঞ্চদশ | নাির্বাচন | 324 থেকে 329-A |
ষোড়শ | কোনো কোনো শ্রেণি সম্বন্ধে বিশেষ বিধানসমূহ | 330 থেকে 342 |
সপ্তদশ | সরকারি ভাষা | 343 থেকে 351 |
১ম অধ্যায়- সাংঘের ভাষা | 343 থেকে 344 | |
২য় অধ্যায়- আঞ্চলিক ভাষাসমূহ | 345 থেকে 347 | |
৩য় অধ্যায়- সুপ্রিম কোর্ট, হাইকোর্টসমূহ ইত্যাদির ভাষা | 348 থেকে 349 | |
৪র্থ অধ্যায়- বিশেষ নির্দেশসমূহ | 350 থেকে 351 | |
অষ্টাদশ | জরুরি অবস্থার বিধানসমূহ | 352 থেকে 360 |
উনবিংশ | বিবিধ | 361 থেকে 367 |
বিংশ | সংবিধান সংশোধন | 368 |
একবিংশ | অস্থায়ী, অন্তর্বর্তিকালীন ও বিশেষ বিধানসমূহ | 369 থেকে 392 |
দ্বাবিংশ | সংক্ষিপ্ত নাম, প্রারম্ভ ও নিরসন | 393 থেকে 395 |
তফসীল (Schedule)
ভারতীয় সংবিধানের তফসিলের বিষয়বস্তু সংক্ষেপে তুলে ধরা হল।
তফসিল | ধারাসমূহ | বিবরণ |
---|---|---|
প্রথম | 1 এবং 4 | ভারতের অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের তালিকা |
দ্বিতীয় | 59(3), 65(3), 75(6), 97, 125, 148(3), 158(3), 164(5), 186 এবং 221 | রাষ্ট্রপতি, রাজ্যপাল, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, রাজ্যসভার সভাপতি, সহসভাপতি, বিচারপতি, কম্পট্রোলার ও অডিটর জেনারেল প্রমুখ আধিকারিক সম্পর্কিত বিধান |
তৃতীয় | 75(4), 99, 124(6), 148(2), 164(3), 188 এবং 219 | শপথ গ্রহণের বয়ানসমূহ |
চতুর্থ | 4(1) এবং 80(2) | রাজ্যসভায় আসন বন্টন সম্পর্কিত |
পঞ্চম | 244(1) | তফসিল ক্ষেত্রসমূহ ও জনজাতিসমূহের প্রশাসন ও নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান |
ষষ্ঠ | 244(2) এবং 275(1) | অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের জনজাতি ক্ষেত্রসমূহের প্রশাসন সম্পর্কিত বিধানসমূহ |
সপ্তম | 246 | কেন্দ্র, রাজ্য ও যুগ্ম তালিকা |
অষ্টম | 344(1) এবং 351 | সরকারি ভাষাসমূহ |
নবম | 31-B | কোনো কোনো আইন ও নিয়মসমূহের বৈধতা |
দশম | 102(2) এবং 191(2) | দলত্যাগ বিরোধী আইন |
একাদশ | 243-G | পঞ্চায়েতরাজ |
দ্বাদশ | 243-W | পৌরসভা |
অন্যান্য বিষয়সমূহ
সংবিধান রচনার ইতিহাস(Coming Soon)
সংবিধান সংশোধনের তালিকা(Coming Soon)
মৌলিক অধিকারসমূহ(Coming Soon)
মৌলিক কর্তব্যসমূহ(Coming Soon)