Header Ads Widget

header ads

Ticker

6/recent/ticker-posts

Chief Ministers of West Bengal || পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

Chief Ministers of West Bengal || পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

ভারতের সংবিধান অনুযায়ী, অঙ্গরাজ্যগুলির প্রধান শাসক হলেন মুখ্যমন্ত্রী। যদিও সংবিধানে রাজ্যের সমস্ত শাসনক্ষমতা রাজ্যপালের হাতে অর্পণ করা হয়েছে, তবে বাস্তবে সেই ক্ষমতা ভোগ করে থাকেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ। বর্তমানে ভারতের প্রতিটি অঙ্গরাজ্যে এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে যথা, দিল্লি এবং পদুচেরিতে একজন করে মুখ্যমন্ত্রী রয়েছেন।

Appointment || নিয়োগ

বিধানসভা নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা নেত্রীকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। তবে কোনো দল বা জোট যদি সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পায়, তখন রাজ্যপাল তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে তার মনোনীত যেকোনো ব্যক্তিকে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করতে পারেন। সেক্ষেত্রে সেই ব্যক্তিকে আগামি ছয় মাসের মধ্যে রাজ্য আইনসভার যেকোনো কক্ষের (অর্থাৎ, বিধানসভার অথবা; যেসব রাজ্যে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা রয়েছে সেখানে বিধানসভা অথবা বিধান পরিষদের) সদস্য হিসেবে নির্বাচিত হতে হয়। মুখ্যমন্ত্রীর কার্যকালের মেয়াদ সাধারণত পাঁচ বছর।

List of Chief Ministers of West Bengal || পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তালিকা

[এই পৃষ্ঠায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তালিকা দেওয়া হল। এই তালিকায় তিনটি কলামে (Column) যথাক্রমে ক্রম বা সিরিয়াল, মুখ্যমন্ত্রীর নাম এবং তাদের কার্যকাল রয়েছে। একই ব্যক্তি একটানা দুই বা তার বেশি বার মুখ্যমন্ত্রীর পদ অলংকৃত করলে সেক্ষেত্রে তাদের ক্রম একই রাখা রয়েছে। তবে, তাদের কার্যকালের মধ্যে কোনো অন্তর থাকলে ব্র্যাকেটের মধ্যে পূর্বের ক্রম উল্লেখ করা হয়েছে। আরও উল্লেখ করা যায় যে, ভারত স্বাধীন হওয়ার পর যে যে সময় রাষ্ট্রপতি শাসন জারি ছিল, সেই সময় মুখ্যমন্ত্রীর পদশুন্য ছিল।]

ক্রম নাম কার্যকাল
1 প্রফুল্লচন্দ্র ঘোষ 03/07/1947- 22/01/1948
2 বিধানচন্দ্র রায় 23/01/1948- 01/07/1962
3 প্রফুল্লচন্দ্র সেন 09/07/1962- 28/02/1967
4 অজয়কুমার মুখোপাধ্যায় 01/03/1967- 21/11/1967
[1] প্রফুল্লচন্দ্র ঘোষ 21/11/1967- 19/02/1968
- রাষ্ট্রপতি শাসন 20/02/1968- 25/02/1969
[4] অজয়কুমার মুখোপাধ্যায় 25/02/1969- 16/03/1970
- রাষ্ট্রপতি শাসন 19/03/1970- 02/04/1971
[4] অজয়কুমার মুখোপাধ্যায় 02/04/1971- 28/06/1971
- রাষ্ট্রপতি শাসন 29/06/1971- 20/03/1972
5 সিদ্ধার্থ শঙ্কর রায় 20/03/1972- 30/04/1977
- রাষ্ট্রপতি শাসন 30/04/1977- 20/06/1977
6 জ্যোতি বসু 21/06/1977- 05/11/2000
7 বুদ্ধদেব ভট্টাচার্য 06/11/2000- 13/05/2011
8 মমতা বন্দ্যোপাধ্যায় 20/05/2011- বর্তমান