Header Ads Widget

header ads

Ticker

6/recent/ticker-posts

Chief Justice of India || সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

Supreme Court of India || ভারতের সুপ্রিম কোর্ট

ভারতের সর্বোচ্চ আদালত হল সুপ্রিম কোর্ট। এটি ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালত, অর্থাৎ, কেন্দ্র-রাজ্য বিবাদ কিম্বা দুই বা তার বেশি রাজ্যের নিজেদের মধ্যে সংঘাত বাঁধলে সুপ্রিম কোর্ট তার বিচার করে থাকে।আবার, সুপ্রিম কোর্ট হল ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা।

Supreme Court of India

Structure || গঠন

শুরুতে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা ছিল মোট আট, অর্থাৎ একজন প্রধান বিচারপতি এবং সাতজন অন্যান্য বিচারপতি। পরবর্তীকালে বিভিন্ন সময়ে বিচারপতির সংখ্যা বৃদ্ধি পায়। বর্তমানে একজন প্রধান বিচারপতি সহ মোট 34 জন বিচারপতি রয়েছেন।

Qualification || যোগ্যতা

ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকতে হবে-

প্রথমত, ভারতীয় নাগরিক হতে হবে।

দ্বিতীয়ত, তাঁকে কোনো একটি হাইকোর্টে বা পরপর দুটি বা তার বেশি হাইকোর্টে বিচারপতি হিসাবে অন্তত পাঁচ বছর কাজ করতে হবে;

অথবা, দশ বছর কোনো একটি হাইকোর্ট বা দুটি বা তার বেশি হাইকোর্টের এডভোকেট হিসাবে আইন ব্যবসায় করতে হবে। 

অথবা, রাষ্ট্রপতির মতানুসারে তাকে একজন বিচক্ষণ আইনজ্ঞ হতে হবে। 

Terms of Office || কার্যকালের মেয়াদ

ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ বলতে কোনো নির্দিষ্ট কালপর্বকে বোঝায় না। তাঁরা 65 বছর বয়স পর্যন্ত স্বপদে বহাল থাকেন। 

Removal || অপসারণ

প্রমাণিত অসদাচরণ বা অক্ষমতার অভিযোগে সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে অপসারণ করা যায়। অপসারণ সংক্রান্ত প্রস্তাবটি সংসদের উভয় কক্ষের মোট সদস্যের অধিকাংশ এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের অন্তত দুই-তৃতীয়াংশ দ্বারা সমর্থিত হতে হয়। এরপরই রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিকে অপসারণ করতে পারেন। উল্লেখ্য যে, Judges (Inquiry) Act (1968) অনুযায়ী, অপসারণ প্রক্রিয়ার শুরুতেই লোকসভার একশোজন সদস্য বা রাজ্যসভার পঞ্চাশজন সদস্যদের দ্বারা ওই সংক্রান্ত নোটিস বা বিজ্ঞপ্তি জারি করতে হয়।

List of Chief Justice of India || ভারতের প্রধান বিচারপতিগণ

ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের নাম এবং তাদের কার্যকালের তালিকা দেওয়া হল।


ক্রমনামকার্যকাল
1হরিলাল জেকিসুন্দাস কানাইয়া26/01/1950- 06/11/1951
2এম পতঞ্জলি শাস্ত্রী07/11/1951- 03/01/1954
3মেহের চাঁদ মহাজন04/01/1954- 22/12/1954
4বিজন কুমার মুখার্জী23/12/1954- 31/01/1956
5সুধী রঞ্জন দাশ01/02/1956- 30/09/1959
6ভুবনেশ্বর প্রসাদ সিনহা01/10/1959- 31/01/1964
7প্রহ্লাদ বালাচার্য গাজেন্দ্রগড়কর01/02/1964- 15/03/1966
8অমল কুমার সরকার16/03/1966- 29/06/1966
9কোকা সুব্বা রাও30/06/1966- 11/04/1967
10কৈলাশ নাথ ওয়াংচু12/04/1967- 24/02/1968
11মহম্মদ হিদেয়াতুল্লাহ25/02/1968- 16/12/1970
12জয়ন্তীলাল ছোটেলাল শাহ17/12/1970- 21/01/1971
13সর্ব মিত্র সিক্রি22/01/1971- 25/04/1973
14অজিত নাথ রায়26/04/1973- 27/01/1977
15মির্জা হামিদুল্লাহ বেগ29/01/1977- 21/02/1978
16যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড়22/02/1978- 11/07/1985
17প্রফুল্লচন্দ্র নটবরলাল ভগবতী12/07/1985- 20/12/1986
18রঘুনন্দন স্বরূপ পাঠক21/12/1986- 18/06/1889
19ই. সীতারামাইয়া ভেঙ্কটরামাইয়া19/06/1989- 17/12/1989
20সব্যসাচি মুখার্জী18/12/1989- 25/09/1990
21রঙ্গনাথ মিশ্র26/09/1990- 24/11/1991
22কোমল নারায়ন সিংহ25/11/1991- 12/12/1991
23মধুকর হীরালাল কানাইয়া13/12/1991- 17/11/1992
24ললিত মোহন শর্মা18/11/1992- 11/02/1993
25মানেপাল্লি নারায়ানা রাও ভেঙ্কটাচালিয়া12/02/1993- 24/10/1994
26আজিজ মুশাব্বের আহমদি25/10/1994- 24/03/1997
27জজগদীশ শরন বর্মা25/03/1997- 17/01/1998
28মদন মোহন পুঞ্ছি18/01/1998- 09/10/1998
29আদর্শ সেন আনন্দ10/10/1998- 31/10/2001
30শ্যাম পিরজ ভারুছা01/11/2001- 05/05/2002
31ভুপিন্দর নাথ কিরপাল06/05/2002- 07/11/2002
32গোপাল বল্লভ পট্টনায়েক08/11/2002- 18/12/2002
33ভি এন খারে19/12/2002- 01/05/2004
34এস রাজেন্দ্র বাবু02/05/2004- 31/05/2004
35রমেশ চন্দ্র লাহোটি01/06/2004- 31/10/2005
36যোগেশ কুমার সভরওয়াল01/11/2005- 13/01/2007
37কে জি বালাকৃষ্ণান14/01/2007- 12/05/2010
38এস এইচ কাপাডিয়া12/05/2010- 28/09/2012
39আলতামাস কবীর29/09/2012- 18/07/2013
40পি শতশিবম19/07/2013- 26/04/2014
41রাজেন্দ্র মাল লোধা27/04/2014- 27/09/2014
42এইচ এল দত্ত28/09/2014- 02/12/2015
43টি এস ঠাকুর03/12/2015- 03/01/2017
44জগদীশ সিং খেহার04/01/2017- 27/08/2017
45দীপক মিশ্র28/08/2017- 02/10/2018
46রঞ্জন গগৈ03/10/2018- 17/11/2019
47শারদ অরবিন্দ বোদবে18/11/2019- বর্তমান