দ্বাদশ শ্রেণি
রাষ্ট্রবিজ্ঞান
পাঠ্যসূচি (সিলেবাস)
Class Twelve Political Science
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ নির্ধারিত উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পাঠ্যসূচি এইরকম।
প্রথম অধ্যায়- আন্তর্জাতিক সম্পর্ক,দ্বিতীয় অধ্যায়- দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক,তৃতীয় অধ্যায়- পররাষ্ট্রনীতি,চতুর্থ অধ্যায়- সম্মিলিত জাতিপুঞ্জ,পঞ্চম অধ্যায়- কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ,ষষ্ঠ অধ্যায়- সরকারের বিভিন্ন বিভাগ,সপ্তম অধ্যায়- ভারতের শাসন বিভাগ,অষ্টম অধ্যায়- ভারতের আইন বিভাগ,নবম অধ্যায়- ভারতের বিচার বিভাগ,দশম অধ্যায়- স্থানীয় স্বায়ত্তশাসন।
নাম্বার বিভাজন
- বার্ষিক পরীক্ষার পূর্ণমান 100 ; 20 নাম্বার প্রকল্প রূপায়নের জন্য বরাদ্দ থাকবে এবং লিখিত পরীক্ষা হবে 80 নম্বরের।
- 80 নাম্বার লিখিত পরীক্ষায় 8 নাম্বারের প্রশ্ন থাকবে 5টি, অর্থাৎ মোট 40 নাম্বারের বড় প্রশ্ন; এমসিকিউ বা বহুবিকল্পধর্মী প্রশ্ন থাকবে 24 টি এবং SAQ বা অতিসংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 16 টি।
এবার দেখে নেওয়া যাক, কোন অধ্যায় থেকে কী ধরণের প্রশ্ন আসবে।
- প্রথম অধ্যায় অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক থেকে 1টি বড় প্রশ্ন, মোট ৮ নাম্বার।
- দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক থেকে 3টি MCQ এবং 3টি SAQ, মোট 6 নাম্বার।
- তৃতীয় অধ্যায় অর্থাৎ পররাষ্ট্রনীতি থেকে 3টি MCQ এবং 3টি SAQ, মোট 6 নাম্বার।
- চতুর্থ অধ্যায় অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ থেকে 4টি MCQ এবং 4টি SAQ, মোট 8 নাম্বার।
- পঞ্চম অধ্যায় অর্থাৎ কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ থেকে 1টি বড় প্রশ্ন, মোট 8 নাম্বার।
- ষষ্ঠ অধ্যায় অর্থাৎ সরকারের বিভিন্ন বিভাগ থেকে 6টি MCQ এবং 2টি SAQ অথবা, 1টি বড় প্রশ্ন, যাইহোক, মোট 8 নাম্বার।
- সপ্তম অধ্যায় অর্থাৎ ভারতের শাসন বিভাগ থেকে 2টি MCQ এবং 2টি SAQ অথবা, 1টি বড় প্রশ্ন, মোট 12 নাম্বার।
- অষ্টম অধ্যায় অর্থাৎ ভারতের আইন বিভাগ থেকে 2টি MCQ এবং 1টি বড় প্রশ্ন, মোট 10 নাম্বার।
- নবম অধ্যায় অর্থাৎ ভারতের বিচার বিভাগ থেকে 6টি MCQ এবং 2টি SAQ অথবা, 1টি বড় প্রশ্ন, যাইহোক, মোট 8 নাম্বার।
- দশম অধ্যায় অর্থাৎ স্থানীয় স্বায়ত্তশাসন থেকে 4টি MCQ এবং 2টি MCQ, মোট 6 নাম্বার।
মনে রাখতে হবে
[1] প্রথম ও পঞ্চম অধ্যায় থেকে কোনো MCQ এবং SAQ আসবে না; দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং দশম অধ্যায় থেকে কোনো রচনাধর্মী প্রশ্ন আসবে না।
[2] সরকারের বিভিন্ন বিভাগ এবং ভারতের বিচার বিভাগ- এই দুটি অধ্যায় থেকে হয় 6 টি MCQ এবং 2 টি অতিসংক্ষিপ্ত প্রশ্ন আসবে, নাহলে একটি রচনাধর্মী প্রশ্ন আসবে।
[3] MCQ= 24 নাম্বার
[4] SAQ= 16 নাম্বার
[5] বড় প্রশ্ন= 5 টি
[6] প্রকল্প= 20 নাম্বার
বিগত বছরের উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর