Higher Secondary 2022 Political Science Question and Answer|| উচ্চমাধ্যমিক 2022 রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার প্রশ্ন এবং শর্ট-এমসিকিউ প্রশ্নের উত্তর।
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর 2022 |
বিভাগ- ক/ Part-A [Marks:40]
1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 8×5= 40
i) আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা কর। 2+6
অথবা, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। 2+6
ii) মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তথ্যটি আলোচনা করো। 8
অথবা, গান্ধীজীর সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটির ওপর একটি টীকা লেখো। 8
iii) ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষণ করো। 8
অথবা, ভারতের যেকোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 8
iv) লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো। 8
অথবা, ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো। 8
v) ভারতের কোনো রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 2+6
অথবা, ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলীর উপর একটি টীকা লেখো। 4+4
বিভাগ- খ/ Part-B [Marks:40]
1) প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকের নিচে প্রদত্ত বাক্সে লেখো: 1×24= 24
(i) কত সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয়?
(a) 1972
(b) 1973
(c) 1971
(d) 1974 উঃ (b) 1973
অথবা, তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য 73 তম সংবিধান সংশােধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্না করা হয়েছে
(a) 1992 সালে
(b) 1993 সালে
(c) 1994 সালে
(d) 1995 সালে। উঃ (a) 1992 সালে।
(ii) প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ
(a) 5 বছর
(b) 6 বছর
(c) 7 বছর
(d) 8 বছর। উঃ (a) 5 বছর।
(iii) বিচার বিভাগীয় (Judicial Review) পর্যালােচনার অধিকার আছে।
(a) সুপ্রীম কোর্টের
(b) হাইকোর্টের
(c) কনজিউমার কোর্টের
(d) সাবঅর্ডিনেট কোর্টের। উঃ (a) সুপ্রীম কোর্টের।
(iv) ক্রেতা সুরক্ষা আইন তৈরী হয়
(a) 1985 সালে
(b) 1986 সালে
(c) 1987 সালে
(d) 1988 সালে। উঃ (b) 1986 সালে।
(iv) হাইকোর্টের বিচারপতিগণ কত বয়স পর্যন্ত পদে আসীন থাকতে পারেন ?
(a) 60 বছর
(b) 62 বছর
(c) 64 বছর
(d) 65 বছর। উঃ (b) 62 বছর।
(v) ভারতের অর্থ বিষয়ক ক্ষেত্রে কার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে ?
(a) লােকসভার
(b) রাজ্যসভার
(c) রাজ্যসভা ও লােকসভার
(d) বিধানসভার। উঃ (a) লােকসভার।
(vi) রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল
(a) 270
(b) 250
(c) 260
(d) 290 উঃ (b) 250
অথবা, রাজ্যসভার সদস্যদের মেয়াদ কাল হল
(a) 5 বছর
(b) 6 বছর
(c) 7 বছর
(d) 4 বছর উঃ (b) 6 বছর।
(vii) ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন
(a) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(b) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ
(c) কেয়ার নারায়নন
(d) প্রণব মুখার্জি। উঃ (a) ডঃ রাজেন্দ্র প্রসাদ।
(viii) কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন
(a) উপরাষ্ট্রপতি
(b) প্রধানমন্ত্রী
(c) রাষ্ট্রপতি
(d) স্পিকার। উঃ (b) প্রধানমন্ত্রী।
(ix) 'স্পিরিট অফ দি লজ' প্রকাশিত হয়
(a) 1748
(b) 1749
(c) 1750
(d) 1789 সালে। উঃ (a) 1748
অথবা, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হল
(a) জনপ্রতিনিধি সভা
(b) লোকসভা
(c) জাতীয় গণ কংগ্রেস
(d) সিনেট। উঃ (a) জনপ্রতিনিধি সভা।
(x) দ্বিকক্ষ বাদের সমর্থক হলেন
(a) জে এস মিল
(b) হেগেল
(c) বার্কার
(d) ফাইনার। উঃ (a) জে এস মিল।
(xi) 'জাতীয় মূল্যবোধ এর সমষ্টি হল জাতীয় স্বার্থ'- একথা বলেছেন
(a) হ্যান্স জে মরগেনথাউ
(b) জোসেফ ফ্রাঙ্কেল
(c) অ্যালান বল
(d) মর্টন কাপলান। উঃ (b) জোসেফ ফ্রাঙ্কেল।
অথবা, 'পলিটিক্স আমং নেশনস' বইটি কার লেখা?
(a) কে জে হলস্টি
(b) কুইন্সি রাইট
(c) হফম্যান
(d) হ্যান্স জে মরগেনথাউ। উঃ (d) হ্যান্স জে মরগেনথাউ।
(xii) ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি সম্পাদিত হয় .... সালে
(a) 1648
(b) 1658
(c) 1668
(d) 1678 উঃ (a) 1648 সালে।
(xiii) পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন?
(a) প্রধান
(b) সভাপতি
(c) সভাধিপতি
(d) বিডিও। উঃ (b) সভাপতি।
(xiv) ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয়
(a) গ্রাম পঞ্চায়েতের দ্বারা
(b) পৌরসভার দ্বারা
(c) রাজ্য সরকার দ্বারা
(d) বরো কমিটির দ্বারা। উঃ (b) পৌরসভার দ্বারা।
(xv) কতজন বিচারপতিকে নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট গঠিত?
(a) 31
(b) 26
(c) 37
(d) 38 উঃ (a) 31/ (b) 26
(xvi) লোক আদালত গঠিত হয়
(a) 1985 সালে
(b) 1986 সালে
(c) 1984 সালে
(d) 1988 সালে। উঃ (a) 1985 সালে।
(xvii) পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন
(a) প্রধানমন্ত্রী
(b) উপরাষ্ট্রপতি
(c) স্পিকার
(d) রাজ্যপাল। উঃ (c) স্পিকার।
(xviii) পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা হল
(a) 294
(b) 180
(c) 160
(d) 295 উঃ (a) 294
(xix) রাজ্য লসভায় সভাপতিত্ব করেন
(a) রাষ্ট্রপতি
(b) উপরাষ্ট্রপতি
(c) স্পিকার
(d) প্রধানমন্ত্রী। উঃ (b) উপরাষ্ট্রপতি।
(xx) ভারতের সংবিধানে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে
(a) রাষ্ট্রপতিকে
(b) রাজ্যপালকে
(c) প্রধানমন্ত্রীকে
(d) মুখ্যমন্ত্রীকে। উঃ (b) রাজ্যপালকে
অথবা, রাষ্ট্রপতি পদপ্রার্থীর নূন্যতম বয়স হতে হবে
(a) 35 বছর
(b) 30 বছর
(c) 37 বছর
(d) 42 বছর। উঃ (a) 35 বছর।
(xxi) উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায়
(a) পাকিস্তানে
(b) বাংলাদেশে
(c) গ্রেট ব্রিটেনে
(d) ভারতে। উঃ (c) গ্রেট ব্রিটেনে।
(xxii) "পার্লামেন্ট একটি ক্রীড়ানক মাত্র"- এই কথা কে বলেছেন?
(a) মার্কিন রাষ্ট্রপতি উইলসন
(b) ম্যাডিসন
(c) মুসোলিনী
(d) ব্ল্যাকস্টোন। উঃ (c) মুসোলিনী।
(xxiii) হিন্দ স্বরাজ বইটির লেখক কে?
(a) জওহরলাল নেহেরু
(b) ইন্দিরা গান্ধী
(c) এম. কে গান্ধী
(d) সুকর্ণ। উঃ (c) এম. কে গান্ধী।
(xxiv) বৈপরীত্যের ঐক্য ও সংঘাতের তথ্যটি সঙ্গে সম্পর্কিত
(a) মার্কসবাদ
(b) উদারনীতিবাদ
(c) ভাববাদ
(d) গান্ধীবাদ। উঃ (a) মার্কসবাদ।
2) নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 1×16= 16
(i) 'টুয়েন্টি ইয়ার্স ক্রাইসিস' বইটি কে লিখেছেন?
উত্তরঃ ই এইচ কার।
অথবা, ক্ষমতার যেকোনো দুটি উপাদান চিহ্নিত কর।
উত্তরঃ ক্ষমতার দুটি উপাদান হল ভূ-প্রকৃতি ও জনসংখ্যা। (এছাড়াও বলা যেতে পারে প্রাকৃতিক সম্পদ, অর্থনৈতিক উন্নয়ন, কূটনীতি প্রভৃতি।)
(ii) প্রাথমিক প্রকৃতির জাতীয় স্বার্থ কাকে বলে?
উত্তরঃ প্রাথমিক প্রকৃতির জাতীয় স্বার্থ হল সেইগুলি যেগুলি রক্ষা করতে যেকোনো জাতি বদ্ধপরিকর থাকে। যেমন, কোনো জাতির প্রাকৃতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিচিতি।
(iii) রাষ্ট্রকে 'আত্মাহীন যন্ত্র' বলে কে ব্যাখ্যা করেছেন?
উত্তর: মোহনদাস করমচাঁদ গান্ধী।
(iv) উদারনীতিবাদের জনক হিসেবে কাকে অভিহিত করা হয়?
উত্তরঃ জন লককে উদারনীতিবাদের জনক হিসেবে অভিহিত করা হয়।
অথবা, উৎপাদন শক্তির দুটি উদাহরণ দাও।
উত্তর: শ্রম, শ্রমের হাতিয়ার, যানবাহন, প্রাকৃতিক সম্পদ ইত্যাদি।
(v) নামসর্বস্ব শাসক ও প্রকৃত শাসকের মধ্যে পার্থক্য কী?
উত্তরঃ নামসর্বস্ব শাসক হলেন তিনি যার নামে শাসনকার্য পরিচালিত হয়, কিন্তু প্রকৃত শাসকই হলেন শাসনব্যবস্থার কান্ডারি।
(vi) আমলাতন্ত্রের যেকোনো দুটি কার্যাবলী চিহ্নিত করো।
উত্তরঃ 1) সরকারি নীতির রূপায়ণ এবং 2) শাসনকার্যে নিরবচ্ছিন্নতা বজায় রাখা।
(vii) দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও।
উত্তরঃ আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হলে উভয় কক্ষের মধ্যে আলাপ-আলোচনা ও তর্ক-বিতর্কের মাধ্যমে সুচিন্তিত এবং জনকল্যাণকামী আইন প্রণীত হতে পারে।
অথবা, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে একটি যুক্তি দাও।
উত্তরঃ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ করলে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সহযোগিতার বদলে প্রতিযোগিতার সৃষ্টি হবে।
(viii) বৃটেনের আইনসভার উচ্চকক্ষের নাম কী?
উত্তরঃ রঃ হাউস অফ লর্ডস বা লর্ডস সভা।
(ix) গ্রাম সংসদ কী?
উত্তরঃ প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী ক্ষেত্রের মধ্যে সমস্ত ভোটারকে নিয়ে যে সংস্থা, তাকেই বলা হয় গ্রাম সংসদ।
অথবা, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি?
উত্তরঃ জেলা পরিষদ।
(x) পৌরসভার যেকোনো দুটি বাধ্যতামূলক কাজ উল্লেখ করো।
উত্তরঃ 1)জল সরবরাহ ও নিষ্কাশনের ব্যবস্থা করা এবং 2) রাস্তাঘাট নির্মাণ করা।
(xi) বন্দী প্রত্যক্ষীকরণ কী?
উত্তরঃ বন্দিকে সশরীরে আদালতে হাজির করাই হলো বন্দী প্রত্যক্ষীকরণ।
(xii) ভারতীয় বিচার ব্যবস্থার যে কোন একটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তরঃ ভারতের বিচার ব্যবস্থা হল অখন্ড বিচার ব্যবস্থা।
অথবা, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে যে প্রতিটি রাজ্যের জন্য একটি করে হাইকোর্ট থাকবে?
উত্তরঃ 214 নম্বর ধারায়।
(xiii) লোকসভার গঠন কী?
উত্তরঃ লোকসভার সদস্য সংখ্যা হবে অনধিক 552 এবং এদের মধ্যে 530 জন সদস্য অঙ্গরাজ্যগুলি থেকে, কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 20 জন নির্বাচিত হবে এবং রাষ্ট্রপতি 2 জন ইঙ্গ ভারতীয় সদস্যকে মনোনীত করবেন।
অথবা, জিরো আওয়ার কাকে বলে?
উত্তরঃ ভারতের সংসদীয় রীতি অনুযায়ী, দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত সময়কে বলা হয় জিরো আওয়ার।
(xiv) রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে?
উত্তরঃ30 বছর।
(xv) ভারতীয় সংবিধানের ৩৫৬ ধারায় কী বলা হয়েছে?
উত্তরঃ ভারতীয় সংবিধানের ৩৫৬ নম্বর ধারা অনুযায়ী, কোনো রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা দেখা দিলে রাষ্ট্রপতি উক্ত রাজ্যের সরকারকে বরখাস্ত করে রাজ্যের প্রশাসনিক ক্ষমতা নিজের হাতে তুলে নিতে পারেন।
অথবা, ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন?
উত্তরঃ ভারতের মহামান্য রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন।
(xvi) কেন্দ্রীয় মন্ত্রী সভার যে কোন একটি কার্য উল্লেখ করো।
উত্তরঃ সরকারের নীতি নির্ধারণ করা।
বিগত বছরের প্রশ্নঃ