Higher Secondary 2023 Political Science Question and Answer|| উচ্চমাধ্যমিক 2023 রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার প্রশ্ন এবং শর্ট-এমসিকিউ প্রশ্নের উত্তর।
বিভাগ- ক/ Part-A [Marks:40]
(বহুবিকল্পভিত্তিক প্রশ্ন)
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 1x24= 24
(1) প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল-
(A) প্রথম বিশ্বযুদ্ধে
(B) দ্বিতীয় বিশ্বযুদ্ধে
(C) ঠাণ্ডা লড়াইয়ে
(D) ভারত-পাক যুদ্ধে। উত্তরঃ (C) ঠাণ্ডা লড়াইয়ে
(II) জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-
(A) বান্দুং-এ
(B) বেলগ্রেডে
(C) কলম্বোয়
(D) নিউ ইয়র্কে। উত্তরঃ (B) বেলগ্রেডে
(III) SALT-1 স্বাক্ষরিত হয়েছিল-
(A) 1972 সালে
(B) 1963 সালে
(C) 1968 সালে
(D) 1973 সালে। উত্তরঃ (A) 1972 সালে।
(IV) পঞ্চশীল নীতি ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয়-
(A) 1952 সালে
(B) 1953 সালে
(C) 1954 সালে
(D) 1956 সালে। উত্তরঃ (C) 1954 সালে।
(V) সার্ক (SAARC)-এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-
(A) দিল্লীতে
(B) ইসলামাবাদে
(C) ঢাকায়
(D) কলম্বোতে। উত্তরঃ (C) ঢাকায়।
(VI) 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল-
(A) 2005 সালে
(B) 2007 সালে
(C) 2009 সালে
(D) 2011 সালে। উত্তরঃ (B) 2007 সালে।
(VII) সম্মিলিত জাতিপুঞ্জে 'শান্তির জন্য ঐক্য' প্রস্তাব গৃহীত হয়েছিল-
(A) নভেম্বর 3, 1945
(B) নভেম্বর 3, 1950
(C) এপ্রিল 4, 1953
(D) জুন 4, 1955 উত্তরঃ (B) নভেম্বর 3, 1950
(VIII) সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন-
(A) উ. থান্ট
(B) ট্রিগভি লি
(C) কোফি আন্নান
(D) বান কি মুন। উত্তরঃ (B) ট্রিগভি লি।
(A) ডাম্বারটন ওকস্ সম্মেলনে
(B) ইয়াল্টা সম্মেলনে
(C) সানফ্রান্সিসকো সম্মেলনে
(D) ওয়াশিংটন ঘোষণায়। উত্তরঃ (C) সানফ্রান্সিসকো সম্মেলনে
(X) আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা হল-
(A) তিনটি
(B) চারটি
(C) পাঁচটি
(D) ছয়টি। উত্তরঃ (A) তিনটি।
(XI) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসৃত হয়-
(A) ব্রিটেনে
(B) ভারতে
(C) জাপানে
(D) মার্কিন যুক্তরাষ্ট্রে। উত্তরঃ (D) মার্কিন যুক্তরাষ্ট্রে।
(XII) আমলাতন্ত্র হল .... শাসন।
(A) স্থায়ী
(B) অস্থায়ী
(C) একক
(D) বহু। উত্তরঃ (A) স্থায়ী।
(XIII) "স্বাধীনতার রক্ষার জন্য দ্বিতীয় কক্ষ প্রয়োজনীয়" বলেছেন-
(A) লর্ড অ্যাক্টন
(B) ওপেনহাইম
(C) গার্নার
(D) বেন্থাম। উত্তরঃ (A) লর্ড অ্যাক্টন
(XIV) বহুপরিচালক বিশিষ্ট শাসনব্যবস্থার উদাহরণ হল-
(A) গ্রেট ব্রিটেন
(B) ভারত
(C) ফ্রান্স
(D) সুইজারল্যান্ড। উত্তরঃ (D) সুইজারল্যান্ড।
(XV) দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন-
(A) জে. এস. মিল
(B) হেগেল
(C) বার্কার
(D) ফাইনার। উত্তরঃ (A) জে. এস. মিল।
(XVI) "ন্যায় বিচারের দ্বীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার" - এ কথা বলেছেন-
(A) সেজউইক
(B) বার্কার
(C) লর্ড ব্রাইস
(D) জে. এস. মিল। উত্তরঃ (C) লর্ড ব্রাইস।
(XVII) "সোনার খাঁচায় আবদ্ধ পাখী হলেন রাজ্যপাল" বলেছেন-
(A) সরোজিনী নাইডু
(B) রাজা রামমোহন রায়
(C) রবীন্দ্রনাথ ঠাকুর
(D) মহাত্মা গান্ধী। উত্তরঃ (A) সরোজিনী নাইডু।
(XVIII) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগণনা পদ্ধতিকে বলা হয়-
(A) ইমপিচমেন্ট
(B) ভেটো
(C) কোটা
(D) কোরাম। উত্তরঃ (C) কোটা।
(XIX) রাজ্যসভায় সভাপতিত্ব করেন-
(A) রাষ্ট্রপতি
(B) উপ-রাষ্ট্রপতি
(C) স্পিকার
(D) প্রধানমন্ত্রী। উত্তরঃ (B) উপ-রাষ্ট্রপতি।
(XX) 'জিরো আওয়ার। বলতে সময় বোঝানো হয়-
(A) সকাল 11 টা থেকে দুপুর 12 টা
(B) দুপুর 12 টা থেকে দুপুর 1 টা
(C) বিকাল 4 টা থেকে বিকাল 5 টা
(D) বিকাল 5 টা থেকে সন্ধ্যা 6 টা। উত্তরঃ (B) দুপুর 12 টা থেকে দুপুর 1 টা।
(XXI) জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন
(A) সভাধিপতি
(B) সভাপতি
(C) প্রধান
(D) কোনোটিই নয়। উত্তরঃ (A) সভাধিপতি/ (D) কোনোটিই নয়।
(XXII) কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হল-
(A) 144 (B) 142 (C) 135 (D) 152
উত্তরঃ (A) 144
(XXIII) পশ্চিমবঙ্গের প্রথম পৌরনিগন কোনটি?
(A) কলকাতা পৌরনিগম
(B) চন্দননগর পৌরনিগম
(C) হাওড়া পৌরনিগম
(D) কোনোটিই নয়। উত্তরঃ (A) কলকাতা পৌরনিগম।
(XXIV) ত্রিস্তর পঞ্চায়েত আইন পাশ হয়
(A) 1970 (B) 1971 (C) 1972 (D) 1973 সালে।
উত্তর: (D) 1973 সালে।
(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন)
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1×16-16
(1) NPT কথাটির পূর্ণরূপ কী?
উত্তরঃ NPT: TREATY ON THE NON-PROLIFERATION OF NUCLEAR WEAPONS
অথবা, NIEO কথাটির পূর্ণরূপ কী?
উত্তর: NIEO: NEW INTERNATIONAL ECONOMIC ORDER
(II) দ্বি-মেরুকেন্দ্রিক রাজনীতি বলতে কী বোঝো?
উত্তরঃ ঠান্ডা লড়াইয়ের সময়কালে দুটি পরস্পর বিরোধী মহাশক্তিধর রাষ্ট্র সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করত। আন্তর্জাতিক রাজনীতির এই বিশেষ অবস্থাকে বলা হয় দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি।
(III) মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল?
উত্তরঃ মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল- যুদ্ধবিধ্বস্ত ইউরোপের দেশগুলিকে অর্থসাহায্য দিয়ে সোভিয়েত প্রভাব থেকে মুক্ত করা এবং উক্ত দেশগুলিকে মার্কিন রাষ্ট্রজোটের অন্তর্ভুক্ত করা।
অথবা, পটসডাম সম্মেলনে যোগদানকারী দুইজন নেতার নাম করো।
উত্তরঃ জোসেফ স্ট্যালিন, প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল।
(IV) THE MAKING OF FOREIGN POLICY" গ্রন্থটি কার লেখা?
উত্তর: THE MAKING OF FOREIGN POLICY এর লেখক জোসেফ ফ্র্যাঙ্কেল।
(V) সার্কের যে কোনো একটি ত্রুটি উল্লেখ করো।
উত্তরঃ সদস্য রাষ্ট্রগুলির মধ্যে ঐক্যমতের অভাব।
(VI) লাহোর ঘোষণাপত্র কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ভারত ও পাকিস্তানের মধ্যে।
অথবা, কোন্ প্রধানমন্ত্রী ভারতের 'পূর্বে তাকাও' নীতির রূপকার?
উত্তরঃ পি. ভি. নরসিংহ রাও।
(VII) সম্মিলিত জাতিপুঞ্জের বাতমান মহাসচিবের নাম কী?
উত্তরঃ আন্তোনিও গুতেরেস, পর্তুগালের নাগরিক।
অথবা, জাতিপুঞ্জের অছি পরিষদের যে-কোনো দুটি কার্যাবলি লেখো।
উত্তরঃ (১) যৌথ আত্মনির্ভরশীলতা ও সদস্যরাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করা, (২) মানুষের মানবিক অধিকার ও মৌল স্বাধীনতাগুলি প্রতিষ্ঠা ও রক্ষা করা।
(VIII) অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম করো।
উত্তরঃ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থা হল UNESCO, FAO
(IX) 'BIG FIVE' বা পঞ্চপ্রধান কাদের বলা হয়?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, গ্রেট ব্রিটেন, ফ্রান্স ও গণপ্রজাতন্ত্রী চিন এই পাঁচটি দেশ 'BIG FIVE' বা পঞ্চপ্রধান নামে পরিচিত।
(X) সম্মিলিত জাতিপুঞ্জের কোন্ দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে?
উত্তরঃ সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ জাতিপুঞ্জের সনদ সংশোধনে কাজ করে।
অথবা, সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে কী বলা হয়?
উত্তরঃ সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে সনদ বলা হয়।
(XI) 'স্পিরিট অব দি লজ' গ্রন্থটি কার লেখা?
উত্তরঃ "স্পিরিট অব দি লজ' গ্রন্থটির লেখক মন্টেস্কু।
(XII) 'ডুমা' কোন দেশের আইনসভা?
উত্তরঃ রাশিয়া।
অথবা, উত্তরাধিকার সুত্রে শাসন ব্যবস্থার যে কোনো একটি উদাহরণ দাও।
উত্তরঃ ইংল্যান্ড-এর শাসন ব্যবস্থা।
(XIII) ভারতের যে কোনো রাজ্যের রাজ্যপালের যে কোনো একটি বিশেষাধিকার ও অব্যাহতি উল্লেখ করো।
উত্তরঃ রাজ্যপাল তার কোনো কাজের জন্য আদালতের কাছে কৈফিয়ত দিতে বাধ্য থাকবেন না।
(XIV) ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কী?
উত্তরঃ রাজ্যসভায় সভাপতিত্ব করাই হল উপরাষ্ট্রপতির প্রধান কাজ।
অথবা, 'কিচেন ক্যাবিনেট' বলতে কী বোঝো?
উত্তরঃ বিশেষ পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রধানমন্ত্রী অল্পসংখ্যক গুরুত্বপূর্ণ মন্ত্রীকে নিয়ে ক্যাবিনেটের ভিতরেই একটি ক্ষুদ্র ক্যাবিনেট গড়ে তোলেন। একে 'কিচেন ক্যাবিনেট' বলে।
(XV) পৌরসভার একটি আয়ের উৎস লেখো।
উত্তরঃ পুরসভার আয়ের উৎস হল জল, বাড়ি, বাজার, বিনোদন ও যানবাহনের উপর আরোপিত কর।
(XVI) ওয়ার্ড কমিটি কী?
উত্তরঃ তিন লক্ষ বা তার অধিক জনসংখ্যাবিশিষ্ট অঞ্চলের এক ব একাধিক ওয়ার্ড নিয়ে একটি ওয়ার্ড কমিটি গঠিত হয়, যাতে সর্বনিম্ন ৭ জন ও সর্বাধিক ১৭ জন সদস্য থাকতে পারে।
অথবা, মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক কী নামে পরিচিত?
উত্তরঃ কমিশনার।
(বিষয়ভিত্তিক/ বর্ণনামূলক প্রশ্নাবলী)
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ৪x5-40
(1) ক্ষমতা বলতে কী বোঝো? ক্ষমতার মূল উপাদনগুলি সংক্ষেপে বর্ণনা করো। 2-6
অথবা, জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থরক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। 2+6
(II) উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3+5
(III) ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করো। ৪
অথবা, ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 5+3
(IV) ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করো।
(V) ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলি আলোচনা করো। 3+5
অথবা, ভারতের বিচারব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। ৪
বিগত বছরের প্রশ্নঃ