একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্ন 2018 [WBCHSE CLASS 11 QUESTION PAPER]
Class XI Annual Examination 2018 Political Science Question Answer
একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন 2018
বিভাগ- ক
1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নাও : 1 x 24 = 24
[শর্ট এবং এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়া আছে।]
i) রাজনৈতিক চেতনাসম্পন্ন জনসমাজকে বলে
a) জাতি
b) জাতীয় জনসমাজ
c) প্রতিষ্ঠান
d) রাষ্ট্র। উঃ b) জাতীয় জনসমাজ।
ii) 'আত্মনিয়ন্ত্রণের অবিকার' সমর্থন করে
a) জাতিভিত্তিক রাষ্ট্রের দাবিকে
b) বহুজাতিক রাষ্ট্রের দাবিকে
উত্তর- a) জাতিভিত্তিক রাষ্ট্রের দাবিকে।
iii) জাতীয় জনসমাজের ধারণাটি প্রধানত
a) রাজনৈতিক
b) সামাজিক
c) অর্থনৈতিক
d) আধ্যাত্মিক। উঃ a) রাজনৈতিক।
iv) "জাতীয়তাবাদের রাজপথ ধরেই আন্তর্জাতিকতায় পৌছানাে যায়- একথা বলেছেন
a) জিমার্ন
b) রাসেল
c) উইলসন
d) লেনিন। উঃ a) জিমার্ন।
v) স্বাধীনতার অন্যতম একটি রক্ষাকবচ হলাে
a) সমাজ
b) সংগঠন
c) স্বাধীন ও নিরপেক্ষ বিচারালয়
d) রাষ্ট্রসংঘ। উঃ c) স্বাধীন ও নিরপেক্ষ বিচারালয়।
vi) কার মতানুসারে, অর্থনৈতিক সাম্য হল একটি গুরুত্বপূর্ণ অধিকার ?
a) ল্যাস্কি
b) অ্যারিস্টটল
c) বার্কার
d) গ্রিন। উঃ a) ল্যাস্কি।
vii) গণতন্ত্রের সাফল্যের জন্য সার্বজনীন শিক্ষার উপর গুরুত্ব আরােপ করেন
a) বার্কার
b) জন স্টুয়ার্ট মিল
c) বার্নস
d) গার্নার। উঃ b) জন স্টুয়ার্ট মিল।
viii) সমাজতান্ত্রিক দেশে একনায়কতন্ত্রের রূপটি হলাে-
a) সামরিক একনায়কতন্ত্র
b) ব্যক্তিগত একনায়কতন্ত্র
c) দলগত একনায়কতন্ত্র
d) শ্রেণিগত একনায়কতন্ত্র।
উঃ d) শ্রেণিগত একনায়কতন্ত্র।
ix) জান্মসূত্রে অর্জন করাই হলাে নাগরিকত্ব অর্জনের..... পদ্ধতি।
a) স্বাভাবিক
b) কৃত্রিম
c) অস্বাভবিক
d) অসাধারণ। উঃ a) স্বাভাবিক।
x) ভারতে বিদ্যমান রয়েছে
a) স্বাভাবিক
b) কৃত্রিম
c) অস্বাভবিক
d) অসাধারণ। উঃ a) স্বাভাবিক।
x) ভারতে বিদ্যমান রয়েছে
a) এক নাগরিকত্ব
b) দ্বি-নাগরিকত্ব। উঃ a) এক নাগরিকত্ব।
xi) কার মতে "এককেন্দ্রিক শাসনব্যবস্থা হল একটি কেন্দ্রীয় সংস্থা কর্তৃক চরম আইনগত ক্ষমতার স্বাভাবিক ব্যবহার"?
a) স্ট্রং
b) ডাইসি
c) গার্নার
d) এ. সি. কাশ্যপ। উঃ b) ডাইসি।
xii) রাষ্ট্রপতি শাসিত শাসনব্যবস্থায় রাষ্ট্রপ্রধান পদচ্যুত হতে পারেন
a) জনগণের দ্বারা
b) আইনসভার নিম্নকক্ষ দ্বারা
c) মহাবিচার (ইমপিচমেন্ট ) পদ্ধতি দ্বারা
d) বিচারবিভাগ দ্বারা।
উঃ c) মহাবিচার (ইমপিচমেন্ট ) পদ্ধতি দ্বারা।
xiii) ভারতের সংবিধানে শিক্ষার অধিকার হলাে
a) সংবিধিবদ্ধ আইন
b) মৌলিক অধিকার
c) নির্দেশমূলক নীতি
d) সনদ। উঃ b) মৌলিক অধিকার।
xiv) ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতিসমূহ গৃহীত হয়েছে -এর সংবিধানকে অনুসরণ করে ।
a) কানাডা
b) ব্রিটেন
c) মার্কিন যুক্তরাষ্ট্র
d) আয়ারল্যান্ড। উঃ d) আয়ারল্যান্ড।
xv) সর্বপ্রথম দলপ্রথার উদ্ভব ঘটে-
a) ভারতে
b) ফ্রান্সে
c) ইংল্যান্ডে
d) আমেরিকার। উঃ c) ইংল্যান্ডে।
xvi) জাতীয় দল হতে গেলে ভারতে রাজনৈতিক দলকে অন্তত ..... রাজ্যের স্বীকৃতি পেতে হবে।
a) 3টি
b) 4টি
c) 5টি
d) 7টি। উঃ b) 4টি।
xvii) পাঞ্জাবের অকালী (Akali) দল হল-
a) রাজনৈতিক দল
b) চাপসৃষ্টিকারী গােষ্ঠী
c) আঞ্চলিক দল
d) ভাষাভিত্তিক দল। উঃ c) আঞ্চলিক দল।
xviii) ভারতে দলত্যাগ নিরােধক আইন পাশ হয় ..... খ্রিস্টাব্দে-
a) 1985
b) 1990
c) 1995
d) 2000 উঃ a) 1985 সালে।
xix) একটি চাপসৃষ্টিকারী গােষ্ঠীর উদাহরণ হলাে
a) বহুজন সমাজবাদী পার্টি
b) ভারতের কমিউনিস্ট পার্টি
c) ভারতীয় জনতা পারটি
d) ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড হউনিয়ন কংগ্রেস।
উত্তর- d) ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড হউনিয়ন কংগ্রেস।
xx) ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন-
a) মহাত্মা গান্ধী
b) সুভাষ চন্দ্র বসু
c) চিত্তরঞ্জন দাশ
d) জওহরলাল নেহেরু। উঃ b) সুভাষ চন্দ্র বসু।
xxi) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভােটাধিকারের ভিত্তিতে লােকসভা ও রাজ্য বিধানসভা নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে ?
a) 226 নং ধারা
b) 326 নং ধারা
c) 328 নং ধারা
d) 332 নং ধারা। উঃ b) 326 নং ধারা।
xxii) নারীর সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের প্রথম প্রবক্তা ছিলেন
a) জন টুয়ার্ট মিল
b) ব্লুন্টসলি
c) ম্যাকুলে
d) হেনরি। উঃ a) জন টুয়ার্ট মিল।
xxiii) আঞ্চলিক নির্বাচন কমিশনারদের নিয়ােগ করেন।
a) প্রধানমন্ত্রী
b) রাষ্ট্রপতি
c) মুখামন্ত্রী
d) প্রধান বিচারপতি। উঃ b) রাষ্ট্রপতি।
xxiv) ভারতে অবাধ ও সুষ্টু নির্বাচনের দায়িত্ব
a) নির্বাচন কমিশনের
b) রাষ্ট্রপতির
c) প্রধানমন্ত্রীর
d) স্পীকারের। উত্তর- a) নির্বাচন কমিশনের।
বিভাগ- খ
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×16 =16
i) রাজনীতি বলতে কি বােঝায়?
উত্তর- আক্ষরিক অর্থে রাজনীতি বলতে বোঝায় রাজার নীতি। তবে,রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় রাজনীতি হল একটি প্রক্রিয়া যার মাধ্যমে গোষ্ঠীসমূহ যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করে।
ii) রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম করাে।
উত্তর- লর্ড ব্রাইস, হবস প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী।
অথবা, দুজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম করাে।
উত্তর- দুজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী হলেন ডেভিড ট্রুম্যান এবং হারবার্ট সাইমন।
iii) রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলােচনার একটি সীমাবদ্ধতা উল্লেখ করাে।
উত্তর- রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলােচনায় ব্যক্তি ও গোষ্ঠীর আচরণ উপেক্ষিত থেকে যায়।
iv) রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার সমর্থনে একটি যুক্তি দেখাও।
উত্তর- রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি নিয়ে আলোচনার পাশাপাশি নাগরিকদের আচার-আচরণ প্রভৃতি বিষয়ে বিজ্ঞানসম্মত আলোচনা করে। তাই রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা উচিত।
v) জনগণের সার্বভৌমিকতার কথা কে বলেছেন?
উত্তর- ফরাসি দার্শনিক রুশো জনগণের সার্বভৌমিকতার কথা বলেছেন।
অথবা, রুশাের মতে প্রকৃতির রাজ্য কেমন ছিল?
উত্তর- রুশাের মতে প্রকৃতির রাজ্য ছিল স্বর্গের মতো।
vi) রাষ্ট্র ও সরকারের মধ্যে প্রধান পার্থক্য কী?
উত্তর- রাষ্ট্র ও সরকারের মধ্যে প্রধান পার্থক্য হল এই যে, রাষ্ট্র একটি িমূর্ত ধারণা যা পরিস্ফুট হয় সরকারের মাধ্যমে।
vii) মার্কসবাদীদের মতে আইন কী?
উত্তর- মার্কসবাদীদের মতে, আইন হলো সমাজের উপরিকাঠামোর অন্তর্ভুক্ত এবং তা অর্থনীতির সঙ্গে সম্পর্কযুক্ত।
অথবা, আইনের দুটি উৎসের উল্লেখ করাে।
উত্তর- প্রথা, বিচারালয়ের সিদ্ধান্ত।
vii) জাতীয় স্বাধীনতা কাকে বলে?
উত্তর- জাতীয় স্বাধীনতা বলতে বহিঃশক্তির নিয়ন্ত্রণমুক্ত অবস্থাকে বোঝায়।
অথবা, অর্থনৈতিক স্বাধীনতার একটি উদাহরণ দাও।
উত্তর- অর্থনৈতিক স্বাধীনতার একটি উদাহরণ হল- যোগ্যতা এবং সামর্থ্য অনুযায়ী কর্মে নিযুক্ত হওয়ার অধিকার।
ix) আন্তর্জাতিক সাম্য কী?
উত্তর- আন্তর্জাতিক ক্ষেত্রে উন্নত এবং অনুন্নত রাষ্ট্রগুলির মধ্যে বৈষম্য দূর হলে যে সাম্য প্রতিষ্ঠিত হবে সেটাই হল আন্তর্জাতিক সাম্য।
x) সমাজতান্ত্রিক গণতন্ত্র রয়েছে এমন দুটি দেশের নাম করাে।
উত্তর- 1) রিপাবলিক অফ কিউবা এবং 2) স্যোশালিস্ট রিপাবলিক অফ ভিয়েতনাম।
xi) নাগরিক ও বিদেশীদের মধ্যে দুটি পার্থক্য দেখাও।
উত্তর- প্রথমত, নাগরিকরা রাজনৈতিক অধিকার ভোগ করে কিন্তু বিদেশীরা রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত থাকে। দ্বিতীয়ত, অসদাচরণের জন্য রাষ্ট্র একজন বিদেশিকে বহিষ্কার করতে পারে, কিন্তু নাগরিককে বহিষ্কার করতে পারেনা।
অথবা, নাগরিকতা অর্জনের দুটি প্রধান পন্থা কী?
উত্তর- নাগরিকতা অর্জনের দুটি প্রধান পন্থা হল- জন্মসূত্রে এবং অনুমোদনের দ্বারা।
xii) নাগরিকতা বিলুপ্তির দুটি কারণ চিহ্নিত করাে।
উত্তর- প্রথমত, কোন ব্যক্তি স্বেচ্ছায় অন্য রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে তার নিজের রাষ্ট্রের নাগরিকতা লুপ্ত হয়; দ্বিতীয়ত, দেশদ্রোহীতার অপরাধেও নাগরিকতা লোপ পেতে পারে।
xiii) রাজনৈতিক দলের একটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।
উত্তর- রাজনৈতিক দলগুলি গণতান্ত্রিক উপায়ে এবং সংবিধানসম্মতভাবে রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য নির্বাচনে অংশগ্রহণ করে।
অথবা, জাতীয় দল ও আঞ্চলিক দলের মধ্যে প্রধান পার্থক্য কী?
উত্তর- চারটি বা তার বেশি রাজ্যে স্বীকৃত রাজনৈতিক দলকে জাতীয় দল বলা হয়; চারটির কম রাজ্যে স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে আঞ্চলিক দল বলা হয়।
xiv) চাপসৃষ্টিকারী গােষ্ঠীর দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করাে।
উত্তর- 1) নিজেদের অনুকূলে সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা করা, 2) জনকল্যাণমূলক কোনো বিষয়ে জনমত তৈরি করা।
xv) ভারতে একজন ভােটদাতার যে কোনাে দুটি গুরুত্বপূর্ণ যােগ্যতার উল্লেখ করাে।
উত্তর- 1) তাকে ভারতের নাগরিক হতে হবে, 2) তাকে 18 বছর বা তার বেশি বয়স্ক হতে হবে।
অথবা, নারী জাতির ভােটাধিকারের সমর্থনে দুটি যুক্তি দেখাও।
উত্তর- প্রথমত, গণতান্ত্রিক রাষ্ট্রে নারী এবং পুরুষের সমান অধিকার থাকা বাঞ্ছনীয়; দ্বিতীয়ত, ভোটাধিকার না থাকলে তারা রাজনৈতিক বঞ্চনার শিকার হবে।
xvi) নির্বাচন কমিশনের কাজের একটি সীমাবদ্ধতা উল্লেখ করাে।
উত্তর- সরকার নির্বাচন কমিশনের সুপারিশ মানতে পারে আবার নাও পারে।
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ৪ x 5 = 40
i) রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি সম্পর্কে আলােচনা করাে। 3 + 5
অথবা, রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়ােজনীয়তা সম্পর্কে আলােচনা করাে। ৪
ii) ন্যায়, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক আলােচনা করাে। ৪
অথবা, একনায়কতন্ত্রের দোষগুণ বিশ্লেষণ করাে। 8
i) লিখিত ও অলিখিত সংবিধানের প্রধান পার্থক্যগুলি আলােচনা করাে। সুপরিবর্তনীয় সংবিধানের গুণগুলি উল্লেখ করাে । 4 + 4
অথবা, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলির বর্ণনা দাও। 8
iv) ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলােচনা করাে। ৪
অথবা, সংসদীয় বা মন্ত্রীপরিষদ শাসিত সরকার কাকে বলে? এই সরকারের বৈশিষ্ট্য আলােচনা করাে। 3 + 5
v) ভারতীয় সংবিধানে উল্লিখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটির (ধারা 32) উপর টীকা লেখাে । ৪
অথবা, রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করাে। 8
v) জনগণের সার্বভৌমিকতার কথা কে বলেছেন?
উত্তর- ফরাসি দার্শনিক রুশো জনগণের সার্বভৌমিকতার কথা বলেছেন।
অথবা, রুশাের মতে প্রকৃতির রাজ্য কেমন ছিল?
উত্তর- রুশাের মতে প্রকৃতির রাজ্য ছিল স্বর্গের মতো।
vi) রাষ্ট্র ও সরকারের মধ্যে প্রধান পার্থক্য কী?
উত্তর- রাষ্ট্র ও সরকারের মধ্যে প্রধান পার্থক্য হল এই যে, রাষ্ট্র একটি িমূর্ত ধারণা যা পরিস্ফুট হয় সরকারের মাধ্যমে।
vii) মার্কসবাদীদের মতে আইন কী?
উত্তর- মার্কসবাদীদের মতে, আইন হলো সমাজের উপরিকাঠামোর অন্তর্ভুক্ত এবং তা অর্থনীতির সঙ্গে সম্পর্কযুক্ত।
অথবা, আইনের দুটি উৎসের উল্লেখ করাে।
উত্তর- প্রথা, বিচারালয়ের সিদ্ধান্ত।
vii) জাতীয় স্বাধীনতা কাকে বলে?
উত্তর- জাতীয় স্বাধীনতা বলতে বহিঃশক্তির নিয়ন্ত্রণমুক্ত অবস্থাকে বোঝায়।
অথবা, অর্থনৈতিক স্বাধীনতার একটি উদাহরণ দাও।
উত্তর- অর্থনৈতিক স্বাধীনতার একটি উদাহরণ হল- যোগ্যতা এবং সামর্থ্য অনুযায়ী কর্মে নিযুক্ত হওয়ার অধিকার।
ix) আন্তর্জাতিক সাম্য কী?
উত্তর- আন্তর্জাতিক ক্ষেত্রে উন্নত এবং অনুন্নত রাষ্ট্রগুলির মধ্যে বৈষম্য দূর হলে যে সাম্য প্রতিষ্ঠিত হবে সেটাই হল আন্তর্জাতিক সাম্য।
x) সমাজতান্ত্রিক গণতন্ত্র রয়েছে এমন দুটি দেশের নাম করাে।
উত্তর- 1) রিপাবলিক অফ কিউবা এবং 2) স্যোশালিস্ট রিপাবলিক অফ ভিয়েতনাম।
xi) নাগরিক ও বিদেশীদের মধ্যে দুটি পার্থক্য দেখাও।
উত্তর- প্রথমত, নাগরিকরা রাজনৈতিক অধিকার ভোগ করে কিন্তু বিদেশীরা রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত থাকে। দ্বিতীয়ত, অসদাচরণের জন্য রাষ্ট্র একজন বিদেশিকে বহিষ্কার করতে পারে, কিন্তু নাগরিককে বহিষ্কার করতে পারেনা।
অথবা, নাগরিকতা অর্জনের দুটি প্রধান পন্থা কী?
উত্তর- নাগরিকতা অর্জনের দুটি প্রধান পন্থা হল- জন্মসূত্রে এবং অনুমোদনের দ্বারা।
xii) নাগরিকতা বিলুপ্তির দুটি কারণ চিহ্নিত করাে।
উত্তর- প্রথমত, কোন ব্যক্তি স্বেচ্ছায় অন্য রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে তার নিজের রাষ্ট্রের নাগরিকতা লুপ্ত হয়; দ্বিতীয়ত, দেশদ্রোহীতার অপরাধেও নাগরিকতা লোপ পেতে পারে।
xiii) রাজনৈতিক দলের একটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।
উত্তর- রাজনৈতিক দলগুলি গণতান্ত্রিক উপায়ে এবং সংবিধানসম্মতভাবে রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য নির্বাচনে অংশগ্রহণ করে।
অথবা, জাতীয় দল ও আঞ্চলিক দলের মধ্যে প্রধান পার্থক্য কী?
উত্তর- চারটি বা তার বেশি রাজ্যে স্বীকৃত রাজনৈতিক দলকে জাতীয় দল বলা হয়; চারটির কম রাজ্যে স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে আঞ্চলিক দল বলা হয়।
xiv) চাপসৃষ্টিকারী গােষ্ঠীর দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করাে।
উত্তর- 1) নিজেদের অনুকূলে সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা করা, 2) জনকল্যাণমূলক কোনো বিষয়ে জনমত তৈরি করা।
xv) ভারতে একজন ভােটদাতার যে কোনাে দুটি গুরুত্বপূর্ণ যােগ্যতার উল্লেখ করাে।
উত্তর- 1) তাকে ভারতের নাগরিক হতে হবে, 2) তাকে 18 বছর বা তার বেশি বয়স্ক হতে হবে।
অথবা, নারী জাতির ভােটাধিকারের সমর্থনে দুটি যুক্তি দেখাও।
উত্তর- প্রথমত, গণতান্ত্রিক রাষ্ট্রে নারী এবং পুরুষের সমান অধিকার থাকা বাঞ্ছনীয়; দ্বিতীয়ত, ভোটাধিকার না থাকলে তারা রাজনৈতিক বঞ্চনার শিকার হবে।
xvi) নির্বাচন কমিশনের কাজের একটি সীমাবদ্ধতা উল্লেখ করাে।
উত্তর- সরকার নির্বাচন কমিশনের সুপারিশ মানতে পারে আবার নাও পারে।
বিভাগ- গ
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ৪ x 5 = 40
i) রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি সম্পর্কে আলােচনা করাে। 3 + 5
অথবা, রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়ােজনীয়তা সম্পর্কে আলােচনা করাে। ৪
ii) ন্যায়, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক আলােচনা করাে। ৪
অথবা, একনায়কতন্ত্রের দোষগুণ বিশ্লেষণ করাে। 8
i) লিখিত ও অলিখিত সংবিধানের প্রধান পার্থক্যগুলি আলােচনা করাে। সুপরিবর্তনীয় সংবিধানের গুণগুলি উল্লেখ করাে । 4 + 4
অথবা, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলির বর্ণনা দাও। 8
iv) ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলােচনা করাে। ৪
অথবা, সংসদীয় বা মন্ত্রীপরিষদ শাসিত সরকার কাকে বলে? এই সরকারের বৈশিষ্ট্য আলােচনা করাে। 3 + 5
v) ভারতীয় সংবিধানে উল্লিখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটির (ধারা 32) উপর টীকা লেখাে । ৪
অথবা, রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করাে। 8
বিগত বছরের প্রশ্নপত্র