Header Ads Widget

header ads

Ticker

6/recent/ticker-posts

XI Pol Sc Question 2014

একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্ন 2014 [WBCHSE CLASS 11 QUESTION PAPER]

Class XI Annual Examination 2014 Political Science Question Answer

একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন 2014



বিভাগ- ক

1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নাও। 1×24 = 24 [শর্ট এবং এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়া আছে।]
 
[i] রাষ্ট্রবিজ্ঞান হল একটি-
(a) গতিশীল শাস্ত্র (b) স্থিতিশীল শাস্ত্র।

[ii] “রাষ্ট্রবিজ্ঞান-এর শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে বলেছেন-
(a) গেটেল (b) গার্নার (c) সিলি।

[iii] অ্যারিস্টটল একজন ..... দার্শনিক।
(a) গ্রিক (b) জার্মান (c) রােমান

[iv] ‘এ গ্রামার অফ পলিটিক্স’ গ্রন্থটির লেখক-
(a) বার্কার (b) ল্যাস্কি (c) হবহাউস।

[v] ‘নেশন’ শব্দটি এসেছে – শব্দ ‘নেশিও’ থেকে।
(a) জার্মান (b) লাতিন (c) গ্রিক।

[vi] “আত্মনিয়ন্ত্রণের অধিকার একটি দুমুখাে তরােয়াল” বলেছেন-
(a) জন স্টুয়ার্ট মিল (b) কার্ল মার্কস (c) লর্ড কার্জন

[vii] বাংলাদেশের বাঙালিরা একটি-
(a) জাতি (b) জাতি নয়।

[viii] রাজনৈতিক সচেতনতা একটি জাতির প্রধান
(a) উপাদান (b) উপাদান নয়।

[ix] বিদেশিদের ....... অধিকার থাকে না।
(a) রাজনৈতিক (b) সামাজিক (c) ব্যক্তিগত।

[x] ভারতে পুর্ণ নাগরিকত্ব অর্জন করা যায় .... বয়সে।
(a) ১৮ (b) ২০ (c) ২১

[xi] ...... এ রাষ্ট্রপতি শাসিত সরকার আছে।
(a) ব্রিটেন (b) ভারত (c) মার্কিন যুক্তরাষ্ট্র ।

[xii] বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা-
(a) 25 (b) 26 (c) 29
[মনে রাখতে হবে, সেই সময় ভারতের রাজ্য ছিল ২৯ টি কিন্তু বর্তমানে জম্মু ও কাশ্মীর রাজ্য নয়, কেন্দ্রশাসিত অঞ্চল।]
 
[xiii] সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত বিশ্বজনীন ঘােষণাপত্র গৃহীত হয়-
(a) ১৯৪৬ সালে (b) ১৯৪৭ সালে (c) ১৯৪৮ সালে

[xiv] ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযােজিত হয় ..... সংবিধান সংশােধনের দ্বারা।
(a) ২৫ তম (b) ৪২ তম (c) ৪৪ তম।

[xv] ভারতে ..... ব্যবস্থা আছে।
(a) একদলীয় (b) দ্বিদলীয় (c) বহুদলীয়

[xvi] ভারতের একটি জাতীয় দল হল-
(a) আর এস পি (b) ডি এম কে (c) বি জে পি।

[xvii] ভারতে রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয়—
(a) নির্বাচন কমিশন (b) পার্লামেন্ট (c) সুপ্রিম কোর্ট।

[xviii] জাতীয় দল হতে গেলে ভারতে রাজনৈতিক দলকে অন্তত ....... রাজ্যের স্বীকৃতি পেতে হবে।
(a) ৩টি (b) ৪টি (c) ৫টি।

[xix] সিটু হল (CITU) একটি-
(a) রাজনৈতিক দল (b) চাপসৃষ্টিকারী গােষ্ঠী (c) A ও B উভয়ই।

[xx] রাজনৈতিক ক্ষমতা দখল চাপসৃষ্টিকারী গােষ্ঠীর
(a) লক্ষ্য (b) লক্ষ্য নয়।

[xxi] ..... হলেন নারীর ভােটাধিকারের প্রবক্তা।
(a) জন স্টুয়ার্ট মিল (b) রুন্টসলি (c) মেকলে।

[xxii] ভারতে নির্বাচন কমিশন নিয়ােগ করেন
(a) রাষ্ট্রপতি (b) প্রধানমন্ত্রী (c) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি।

[xxiii] ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ হল-
(a) ৪ বছর (b) ৫ বছর (c) ৬ বছর।

[xxiv] ব্যালটের ব্যবহার ছাড়াও ভারতে ...... এর মাধ্যমে ভােট গৃহীত হয়।
(a)ফেসবুক (b) টুইটার (c) বৈদ্যুতিন ভােটদান যন্ত্র (ই. ভি. এম.)


বিভাগ- খ

2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 1×16 =16

i) পলিটিক্স কথাটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে?
উত্তর- গ্রিক শব্দ 'পোলিস' থেকে পলিটিক্স কথাটি এসেছে। 
 
ii) মধ্যযুগের দুজন রাজনৈতিক চিন্তাবিদদের নাম উল্লেখ করো।
উত্তর- মধ্যযুগের দুজন রাজনৈতিক চিন্তাবিদ হলেন অগাস্টাইন এবং সেন্ট টমাস একুইনাস।
 
অথবা, কার মতে রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ?
উত্তর- রাষ্ট্রবিজ্ঞানী অ্যালান বলের মতে রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ।
 
iii) রিপাবলিক গ্রন্থটি কার লেখা?
উত্তর- গ্রীক রাষ্ট্র দার্শনিক প্লেটোর লেখা।
 
iv) আচরণবাদের দুজন প্রবক্তার নাম লেখ।
উত্তর- আচরণ বাদের দুজন প্রবক্তা হলেন চার্লস মেরিয়াম এবং রবার্ট ডাল।
 
অথবা, কাদের মতে রাষ্ট্র "শ্রেণিশাসনের যন্ত্র'?
উত্তর- মার্কসবাদীদের মতে রাষ্ট্র "শ্রেণিশাসনের যন্ত্র'।
 
v) রাষ্ট্রের যেকোনো পাঁচটি উপাদানের উল্লেখ করো।
উত্তর- রাষ্ট্রের পাঁচটি উপাদান হল- স্থায়ী ভূখণ্ড, জনগণ, সরকার, সার্বভৌমিকতা এবং স্থায়িত্ব।
 
অথবা, রাষ্ট্র ও অন্যান্য সংগঠনের মধ্যে যেকোনো একটি পার্থক্য উল্লেখ করো।
উত্তর- রাষ্ট্রের সার্বভৌমিকতা থাকে কিন্তু অন্যান্য সংগঠনের তা থাকে না।
 
vi) রাষ্ট্রের উৎপত্তি প্রসঙ্গে বলপ্রয়োগ মতবাদের একটি সমালোচনা উল্লেখ করো।
উত্তর- শুধুমাত্র বলপ্রয়োগ রাষ্ট্রের ভিত্তি হতে পারে না।
 
অথবা, রাষ্ট্রের উৎপত্তি প্রসঙ্গে সামাজিক চুক্তি মতবাদের মূল বক্তব্য লেখ।
উত্তর- রাষ্ট্রের উৎপত্তি প্রসঙ্গে সামাজিক চুক্তি মতবাদের মূল বক্তব্য হল- চুক্তির ফলে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে।
 
vii) জাতীয়তাবাদের স্বপক্ষে একটি যুক্তি দাও।
উত্তর- জাতীয়তাবাদ সাধারণ মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।
 
অথবা, বিকৃত জাতীয়তাবাদ বলতে কী বোঝো?
উত্তর- জাতীয়তাবাদের ধারণাটি সংকীর্ণ অর্থে প্রযুক্ত হলে নিজেদের মনে অহংবোধ তৈরি হয় এবং অপরের প্রতি বিদ্বেষভাব জন্মায়। এই জাতীয়তাবাদকেই বলে বিকৃত জাতীয়তাবাদ।
 
viii) "দুনিয়ার মজদুর এক হও" কার উক্তি?
উত্তর- এই উক্তিটি কার্ল মার্কসের।
 
ix) আন্তর্জাতিকতাবাদের উদ্ভবের পশ্চাতে একটি প্রধান কারণ উল্লেখ করো।
উত্তর- দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলা মানুষকে আন্তর্জাতিকতায় অনুপ্রাণিত করেছিল।
 
x) জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্র ভাবনার একটি সীমাবদ্ধতা উল্লেখ করো।
উত্তর- রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদ বলতে শুধু পশ্চিমি জাতীয়তাবাদকে বুঝিয়েছেন এবং জাতীয়তাবাদের সদগুণগুলি উপেক্ষা করে গেছেন।
 
xi) নাগরিক কথাটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?     
উত্তর- 'নগর' শব্দের সঙ্গে 'ইক্' প্রত্যয় যুক্ত হয়ে নগর শব্দটির উৎপত্তি হয়েছে।
 
xii) ভারতের নাগরিকতা অর্জনের একটি পদ্ধতি উল্লেখ করো।     
উত্তর- ভারতে জন্মসুত্রে নাগরিকতা লাভ করা যায়।
 
অথবা, ভারতের নাগরিকতা বিলুপ্তির একটি কারণ উল্লেখ করো। 
উত্তর- গুরুতর দেশদ্রোহিতার অপরাধে ভারতের কোনো নাগরিকের নাগরিকতা লোপ পেতে পারে।
 
xiii) চাপসৃষ্টিকারী গোষ্ঠী কি ধরনের রাজনৈতিক ব্যবস্থার অঙ্গ?
উত্তর- চাপসৃষ্টিকারী গোষ্ঠী উদারনৈতিক গণতন্ত্রের অঙ্গ।
 
অথবা, ভারতের দুটি আঞ্চলিক রাজনৈতিক দলের নাম লেখো।
উত্তর- ডিএমকে, এআইডিএমকে। 

xiv) রাজনৈতিক দলের একটি কাজ উল্লেখ করো।
উত্তর- নির্বাচনে অংশগ্রহণ করে রাজনৈতিক ক্ষমতা দখল করা হল রাজনৈতিক দলের অন্যতম একটি কাজ।
 
xv) সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের স্বপক্ষে একটি যুক্তি দাও।     
উত্তর- সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার হল গণতন্ত্রের সাফল্যের চাবিকাঠি।
 
অথবা, সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের বিপক্ষে একটি যুক্তি দাও।     
উত্তর- সার্বিক শিক্ষা না থাকলে সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার ব্যর্থতায় পর্যবসিত হবে।
 
xvi) ভারতে কোন সালে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর- ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৫১-৫২ সালে।

বিভাগ-গ (বড় প্রশ্ন)

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 8×5 =40

i) রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 8 

অথবা, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐশ্বরিক মতবাদটি আলোচনা করো। 8 

ii) আইনের সংজ্ঞা দাও। আইনের বৈশিষ্ট্যগুলি কী কী? 3+5 

অথবা, গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য গুলি সংক্ষেপে আলোচনা করো। 8 

iii) দুষ্পরিবর্তনীয় সংবিধানের গুনাগুন আলোচনা করো। 4+4

অথবা, ভারতীয় সংবিধানের অপরিহার্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

iv) এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকারের পার্থক্য নির্ণয় করো।

অথবা, ভারতের সংসদীয় ব্যবস্থার প্রকৃতি ব্যাখ্যা করো। 8

v) অধিকার বলতে কী বোঝো? পৌর ও রাজনৈতিক অধিকারগুলি আলোচনা করো। 2 +3 +3 

অথবা, ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। 8


বিগত বছরের প্রশ্ন