একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্ন 2017 [WBCHSE CLASS 11 QUESTION PAPER]
Class XI Annual Examination 2017 Political Science Question Answer
একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন 2017
বিভাগ- ক
1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নাও। 1×24 = 24
[শর্ট এবং এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়া আছে।]
[i] Politics গ্রন্থটি কার লেখা?
(a) প্লেটো
(b) এরিস্টটল
(c) গ্রিন
(d) ল্যাস্কি। উঃ (b) এরিস্টটল।
[ii] "রাষ্ট্রবিজ্ঞান হল একটি প্রগতিশীল বিজ্ঞান"- বলেছেন
(a) গ্রিন
(b) লর্ড ব্রাইস
(c) সিলি
(d) গেটেল। উঃ (b) লর্ড ব্রাইস।
[iii] আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়?
(a) অ্যাকুইনাসকে
(b) ম্যাকিয়াভেলিকে
(c) হবসকে
(d) লককে। উঃ (b) ম্যাকিয়াভেলিকে।
[iv] প্যারিসে কোন সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
(a) 1946
(b) 1948
(c) 1950
(d) 1960 উঃ (b) 1948 সালে।
[v] আন্তর্জাতিক আইনের উৎস হল
(a) সন্ধি
(b) ধর্ম
(c) বিচারালয়ে সিদ্ধান্ত
(d) আইনসভা। উঃ (a) সন্ধি।
[vi] "এ থিওরি অফ জাস্টিস" কার লেখা?
(a) জন রলস
(b) রবীন্দ্রনাথ ঠাকুর
(c) রবার্ট নোজিক
(d) ইভান লুয়ার্ড। উঃ (a) জন রলস।
[vii] গণতন্ত্র সম্বন্ধে প্রথম ধারণার সৃষ্টি হয় প্রাচীন
(a) জার্মানিতে
(b) গ্রিসে
(c) ইংল্যান্ডে
(d) ভারতে। উঃ (b) গ্রিসে।
[viii] কার দর্শন অনুসারে "রাষ্ট্র হল সর্বাত্মক ও সর্বশক্তিমান"?
(a) স্তালিন
(b) নিত্সে
(c) হেগেল
(d) মুসোলিনি। উঃ (d) মুসোলিনি।
[ix] একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হল
(a) নাগরিক
(b) প্রজা
(c) বন্ধুমনোভাবাপন্ন বিদেশি
(d) শত্রুভাবাপন্ন বিদেশি। উঃ (a) নাগরিক।
[x] ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতের সংবিধানের .... নং ধারায়।
(a) 5-11
(b) 5- 10
(c) 6- 10
(d) 5- 15 উঃ (a) 5-11 নং ধারায়।
[xi] মন্ত্রিসভা পরিচালিত সরকারে ক্যাবিনেট দায়িত্বশীল থাকে ...... র কাছে।
(a) উচ্চকক্ষের কাছে
(b) নিম্নকক্ষের কাছে
(c) বিচার বিভাগের কাছে
(d) রাষ্ট্রপতির কাছে। উঃ (b) নিম্নকক্ষের কাছে।
[xii] মার্কিন শাসনব্যবস্থা
(a) এককেন্দ্রিক
(b) যুক্তরাষ্ট্রীয়। উঃ (b) যুক্তরাষ্ট্রীয়।
[xiii] ভারতের সংবিধানে উল্লেখিত ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য সংখ্যা হল-
(a) 10
(b) 11
(c) 12
(d) 15 উঃ (b) 11 টি।
[xiv] আইনের দৃষ্টিতে সমতা এবং আইন কর্তৃক সংরক্ষিত হওয়ার অধিকার সম্পর্কে ভারতের সংবিধানের যে ধারায় আলোচনা করা হয়েছে তা হল-
(a) 14
(b) 15
(c) 16
(d) 17 উঃ (a) 14 নং ধারায়।
[xv] ভারতের জাতীয় দল হিসেবে চিহ্নিত
(a) বিজেপি
(b) তৃণমূল কংগ্রেস
(c) ডিএমকে
(d) আকালি দল। উঃ (a) বিজেপি।
[xvi] "চাপসৃষ্টিকারী গোষ্ঠীসমূহ হল প্রভাব বিস্তারে ইচ্ছুক সমস্বার্থবিশিষ্ট বিশিষ্ট প্রতিনিধিমূলক গোষ্ঠী" কে এই কথা বলেছেন?
(a) টার্নার
(b) নিউম্যান
(c) পটার
(d) অ্যালান বল। উঃ (b) নিউম্যান।
[xvii] প্রতিটি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য-
(a) দানের উদ্দেশ্যে অর্থ সংগ্রহ করা
(b) শাসকদের কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রভাবিত করা
(c) সরকার গঠন করা
(d) কার্যকারী বিরোধিতা করা।
উঃ (b) শাসকদের কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রভাবিত করা।
[xviii] ভারতের রাজনৈতিক দলব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে
(a) 1980 সালে
(b) 1990 সালে
(c) 1985 সালে
(d) 1995 সালে। উঃ (c) 1985 সালে।
[xix] রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয়
(a) রাষ্ট্রপতি
(b) প্রধানমন্ত্রী
(c) নির্বাচন কমিশন
(d) পরিকল্পনা কমিশন। উঃ (c) নির্বাচন কমিশন।
[xx] ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল-
(a) 1880 সালে
(b) 1885 সালে
(c) 1890 সালে
(d) 1895 সালে। উঃ (b) 1885 সালে।
[xxi] "ভোটাধিকার ব্যক্তির মাথায় রাজমুকুট পরিয়ে তাকে নাগরিক করেছে"- বলেছেন
(a) প্লেটো
(b) অ্যারিস্টটল
(c) গার্নার
(d) ভিক্টর হুগো। উঃ (d) ভিক্টর হুগো।
[xxii] কারা ভোটাধিকার থেকে বঞ্চিত?
(a) 18 বছরের কম
(b) অশিক্ষিত জনগন
(c) দরিদ্র জনগন
(d) নিম্ন সম্প্রদায়ভুক্ত জনগণ।
উঃ (a) 18 বছরের কম।
[xxiii] বিধানসভা ও লোকসভা নির্বাচনে প্রার্থীদের বয়স কমপক্ষে ..... হওয়া উচিত।
(a) 25 বছর
(b) 26 বছর
(c) 27 বছর
(d) 28 বছর। উঃ (a) 25 বছর।
[xxiv] কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটদানের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে?
(a) 42 তম
(b) 44 তম
(c) 61 তম
(d) 73 তম। উঃ (c) 61 তম।
বিভাগ- খ
2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও [বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়] 1×16 = 16
[i] রাষ্ট্রের সর্বপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন?
উঃ রাষ্ট্রের সর্বপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন অধ্যাপক গার্নার।
[ii] পোলিস কী?
উঃ- প্রাচীন গ্রিসে নগররাষ্ট্রকে পোলিস বলা হত।
অথবা, "দ্য প্রিন্স" গ্রন্থটির লেখক কে?
উঃ ইতালীয় রাষ্ট্রদার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলি।
[iii] রাষ্ট্র ও জাতির মধ্যে প্রধান পার্থক্য কী?
উঃ জাতির সার্বভৌম ক্ষমতা থাকে না কিন্তু সার্বভৌমিকতা হল রাষ্ট্রের অপরিহার্য বৈশিষ্ট্য।
অথবা, জাতীয় জনসমাজ বলতে কী বোঝ?
উঃ রাজনৈতিক চেতনাসম্পন্ন জনসমাজকে জাতীয় জনসমাজ বলা হয়।
[iv] জাতীয়তাবাদের মূলনীতিটি কী?
উঃ জাতীয়তাবাদের মূলনীতিটি হলো জাতির মধ্যে ঐক্যের বন্ধন।
[v] "জাতীয়তাবাদ মানবতার শত্রু" কে বলেছেন?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
অথবা, জাতীয়তাবাদের বিপক্ষে একটি যুক্তি দাও।
উঃ জাতীয়তাবাদকে সংকীর্ণ অর্থে গ্রহণ করলে তা মানবতার পক্ষে বিপজ্জনক হয়ে দাঁড়ায়।
[vi] প্রলেতারীয় আন্তর্জাতিকতা বলতে কী বোঝ?
উঃ বিশ্বের সকল রাষ্ট্রের প্রলেতারিয়েতের বৈশিষ্ট্য একইরকম। এই বিষয়টিকেই প্রলেতারীয় আন্তর্জাতিকতা বলা হয়। শ্রমজীবী মানুষের শ্রেণিস্বার্থের সঙ্গে জাতীয় স্বার্থের সমন্বয় সাধনের ফলে প্রলেতারীয় আন্তর্জাতিকতায় উপনীত হওয়া যায়।
[vii] বিদেশি ও নাগরিকের প্রধান পার্থক্য লেখো।
উঃ বিদেশিদের রাজনৈতিক অধিকার থাকে না কিন্তু নাগরিকদের রাজনৈতিক অধিকার থাকে।
অথবা, নাগরিকতা অর্জনের জন্মস্থান নীতি বলতে কী বোঝ?
উঃ জন্মস্থান নীতি অনুযায়ী কোনো শিশু যেখানে ভূমিষ্ঠ হবে সেই রাষ্ট্রের নাগরিকতা লাভ করবে।
[viii] দ্বৈত নাগরিকতা কাকে বলে?
উঃ কোনো ব্যক্তি যদি রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী একটি রাষ্ট্রের নাগরিক হয় এবং জন্মস্থান নীতি অনুযায়ী অন্য একটি রাষ্ট্রের নাগরিকতা লাভ করে তবে সেই ব্যক্তির নাগরিকতাকে দ্বৈত নাগরিকতা বলা হয়।
[ix] ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়েছিল?
উঃ ভারতের সংবিধানে গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল।
[x] "গণপরিষদ ছিল কংগ্রেস এবং কংগ্রেসই ছিল ভারত" কে বলেছেন?
উঃ একথা বলেছিলেন গ্রেনভিল অস্টিন।
[xi] গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন?
উঃ গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ডঃ বি আর আম্বেদকর।
অথবা, গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল?
উঃ 1949 সালের 26 শে নভেম্বর।
[xii] ভারতের সংবিধান কবে কার্যকর হয়?
উঃ 1950 সালের 26 শে জানুয়ারি।
[xiii] রাজনৈতিক দলের একটি কাজ উল্লেখ করো।
উঃ রাজনৈতিক দলের প্রধান কাজ হল নির্বাচনে অংশগ্রহণ করে রাজনৈতিক ক্ষমতা অধিকারের চেষ্টা করা।
অথবা, কার নেতৃত্বে দ্বিতীয় ইউপিএ সরকার গঠিত হয়েছিল?
উঃ ডঃ মনমোহন সিং-এর নেতৃত্বে দ্বিতীয় ইউপিএ সরকার গঠিত হয়েছিল।
[xiv] ভারতের দুটি আঞ্চলিক দলের নাম লেখো।
উঃ ডিএমকে (DMK), এআইডিএমকে (AIDMK)।
[xv] ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন?
উঃ ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন।
অথবা, EVM (ইভিএম) কী?
উঃ ইলেকট্রনিক ভোটিং মেশিন।
[xvi] আঞ্চলিক নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত?
উঃ আঞ্চলিক নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ ছয় মাস।
বিভাগ- গ
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 8×5 = 40
[i] রাষ্ট্রের প্রধান উপাদানগুলি বিশ্লেষণ করো। 8
অথবা, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত ঐশ্বরিক মতবাদটি সমালোচনা সহ আলোচনা করো। 8
[ii] জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কী বোঝো? জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বপক্ষে যুক্তি দাও। 3+5
অথবা, জাতীয় জনসমাজের উৎপত্তির প্রধান উপাদান সমূহ আলোচনা করো। 8
[iii] আইনের প্রমূখ উৎসগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 8
অথবা, সাম্য ও ন্যায় এর মধ্যে আন্তঃসম্পর্ক আলোচনা করো 8
[iv] এককেন্দ্রিক সরকার কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি বিশ্লেষণ করো। 2+ 6
অথবা, তুমি কি মনে করো যে ভারতের সংবিধান গঠনের দিক থেকে যুক্তরাষ্ট্রীয় কিন্তু কার্যত এককেন্দ্রিক? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
[v] ভারতীয় সংবিধানে স্বীকৃত স্বাধীনতার অধিকারটি সংক্ষেপে আলোচনা করো।
অথবা, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্যগুলি লেখো।