Header Ads Widget

header ads

Ticker

6/recent/ticker-posts

উঃ মাঃ রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন 2019

HIGHER SECONDARY EXAM- 2019

HS POL SC 2019 (উচ্চমাধ্যমিক ২০১৯)

রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর

Pol Sc Question Answer 2019


Political Science Question Answer

বিভাগ- ক

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়।) 8*5 = 40

1) আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। [3+5]

অথবা, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। [2+6]

2) গান্ধীজীর সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। [8]

3) এককক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। [4+4]

অথবা, ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতি বলতে কী বোঝো? "কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতি সম্ভব নয়, কাম্যও নয়"- মন্তব্যটির যথার্থতা বিচার করো। [2+6]

4) ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। [8]

অথবা, ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতাগুলি ব্যাখ্যা করো। [8]

5) ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো। [8]

বিভাগ- খ

1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নাও। 1×24 = 24

[i] কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হল
(a) 144
(b) 162
(c) 135
(d) 152 [উত্তর- (a) 144]

[ii] পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়
(a) 1975 সালে
(b) 1977 সালে
(c) 1978 সালে
(d) 1980 সালে। [উত্তর- (c) 1978 সালে।]

[iii] পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয়
(a) 1986 সালে
(b) 1987 সালে
(c) 2003 সালে
(d) 2005 সালে। [উত্তর- (b) 1987 সালে।]

[iv] ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়
(a) 1985 সালে
(b) 1987 সালে
(c) 1986 সালে
(d)1988 সালে। [উত্তর- (c) 1986 সালে।]

[v] "ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যেকোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী" কে বলেছেন?
(a) এ কে আয়ার
(b) পি এন ভগবতী
(c) ডি ডি বসু
(d) ডঃ বি আর আম্বেদকর। [উত্তর- (a) এ কে আয়ার।]

[vi] পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন
(a) প্রধানমন্ত্রী
(b) উপরাষ্ট্রপতি
(c) স্পিকার
(d) রাজ্যপাল। [উঃ- (c) স্পিকার।]

[vii] ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন
(a) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(b) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ
(c) ডঃ জাকির হোসেন
(d) কোনোটিই নয় [উঃ- (a) ডঃ রাজেন্দ্র প্রসাদ]

[viii] আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল
(a) 9 বছর
(b) 7 বছর
(c) 5 বছর
(d) 2 বছর। [উত্তর- (a) 9 বছর।]

[ix] সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়
(a) 1944 সালে
(b) 1945 সালে 
(c) 1948 সালে 
(d) 2000 সালে। [উত্তর- (b) 1945 সালে।]

[x] 1991 সালে ভারতে ..... প্রধানমন্ত্রীত্বকালীন সময়ে বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে।
(a) ইন্দিরা গান্ধী
(b) লাল বাহাদুর শাস্ত্রী
(c) নরসিমা রাও
(d) মনমোহন সিং। [উত্তর- (c) নরসিমা রাও]

[xi] ঠান্ডা লড়াইয়ের অবসান হয়েছিল
(a) 1980 সালে
(b) 1995 সালে
(c) 1991 সালে
(d) 1993 সালে। [উঃ- (c) 1991 সালে।]

[xii] ঠান্ডা যুদ্ধকে 'গরম শান্তি' বলে বর্ণনা করেছেন
(a) ফ্রিডম্যান
(b) রেমন্ড
(c) ফ্র্যাঙ্কেল
(d) বার্নেট। [উঃ- (d) বার্নেট।]

[xiii] ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয়
(a) গ্রাম পঞ্চায়েতের দ্বারা
(b) পৌরসভার দ্বারা
(c) রাজ্য সরকার দ্বারা
(d) গ্রামসভার দ্বারা। [উঃ- (b) পৌরসভার দ্বারা]

[xiv] পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন
(a) প্রধান
(b) সভাপতি
(c) সভাধিপতি
(d) বি. ডি. ও। [উত্তর- (b) সভাপতি।]

[xv] কোন ধারাবলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে?
(a) 32 নং ধারা
(b) 226 নং ধারা
(c) 51 নং ধারা
(d) 326 নং ধারা। [উঃ (b) 226 নং ধারা।]

[xvi] সুপ্রিমকোর্টের আছে
(a) মূল এলাকা
(b) আপিল এলাকা
(c) পরামর্শদান এলাকা
(d) মূল, আপিল ও পরামর্শদান এলাকা। [উত্তর- (d) মূল, আপিল ও পরামর্শদান এলাকা।]

[xvii] হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল
(a) 65 বছর
(b) 60 বছর
(c) 62 বছর
(d) 70 বছর। [উত্তর- (c) 62 বছর।]

[xviii] অর্থবিল প্রথম উপস্থাপিত হয়
(a) লোকসভায়
(b) রাজ্যসভায়
(c) বিধান পরিষদে
(d) সুপ্রিম কোর্টে। [উত্তর- (a) লোকসভায়।]

[xix] রাজ্যসভায় সভাপতিত্ব করেন
(a) রাষ্ট্রপতি
(b) উপরাষ্ট্রপতি
(c) স্পিকার
(d) প্রধানমন্ত্রী। [উত্তর- (b) উপরাষ্ট্রপতি।]

[xx] নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল
(a) 2 বছর
(b) 3 বছর
(c) 4 বছর
(d) 5 বছর। [উত্তর- (a) 2 বছর।]

[xxi] 'শান্তির জন্য ঐক্য প্রস্তাব' সাধারণ সভায় গৃহীত হয়
(a) 1960 সালে
(b) 1970 সালে
(c) 1950 সালে
(d) 1965 সালে। [উত্তর- (c) 1950 সালে।]

[xxii] ভারত-চীন সীমানা বিরোধ হয়
(a) 1962 সালে
(b) 1967 সালে
(c) 1960 সালে
(d) 2017 সালে। [উত্তর- (a) 1962 সালে।]

[xxiii] 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল
(a) 2005 সালে
(b) 2007 সালে
(c) 2009 সালে
(d) 2011 সালে। [উত্তর- (a) 2005 সালে।]

[xxiv] ন্যাটো (NATO) গঠিত হয়
(a) 4 এপ্রিল, 1943 
(b) 4 এপ্রিল, 1944
(c) 4 এপ্রিল, 1945
(d) 4 এপ্রিল, 1949 [উঃ (d) 4 এপ্রিল, 1949]

2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও [বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়] 1×16 = 16

[i] জেলা পরিষদের আয়ের দুটি উৎস লেখ। 
উত্তর- ১) রোড ট্যাক্স বা পথ কর, ২) রাজ্য সরকারের দেওয়া অনুদান।

অথবা, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে?
উত্তর- বর্তমানে পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য 50 শতাংশ আসন সংরক্ষিত থাকে।

[ii] 1992 সালের কোন সংবিধান সংশোধনী আইন গ্রামীণ স্বায়ত্তশাসনের সাথে জড়িত?
উত্তর- 73 তম সংবিধান সংশোধনী আইন।

অথবা, সপারিষদ মেয়রের মোট সদস্যসংখ্যা কত?
উত্তর- সপারিষদ মেয়রের মোট সদস্যসংখ্যা বারো (12)।

[iii] লোক আদালত কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর- লোক আদালত প্রথম স্থাপিত হয়েছিল দিল্লিতে।

[iv] বিচারবিভাগীয় অতিসক্রিয়তা বলতে কী বোঝো?
উত্তর- মানবাধিকার রক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে বিচার বিভাগের অপ্রথাগত ভূমিকা পালন করাই হল বিচার বিভাগীয় অতি সক্রিয়তা।

অথবা, 'পরমাদেশ' কথার অর্থ কী?
উত্তর- পরমাদেশ বা Mandamus কথার অর্থ হল "আমরা আদেশ করছি" (We order)।

[v] "সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য" বলে কাকে অভিহিত করা হয়?
উত্তর- ভারতের প্রধানমন্ত্রীকে।

অথবা, রাজ্যের বিধানসভার নেতা বা নেত্রী কে? 
উত্তর- রাজ্যের মুখ্যমন্ত্রী।

[vi] ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন?
উত্তর- ইমপিচমেন্ট পদ্ধতিতে।

[vii] সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যেকোনো একটি নীতি উল্লেখ করো।
উত্তর- সব জাতীয় রাষ্ট্রের মর্যাদা সমান এবং প্রত্যেক সদস্য রাষ্ট্রের সার্বভৌম শক্তির প্রতি জাতিপুঞ্জের সম্মতি আছে।

[viii] বছরের কোন দিনটি সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয়?
উত্তর- 24শে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয়।

অথবা, সম্মিলিত জাতিপুঞ্জের 193 তম সদস্য রাষ্ট্রের নাম কী?
উত্তর- দক্ষিণ সুদান হল সম্মিলিত জাতিপুঞ্জের 193 তম সদস্যরাষ্ট্র।

[ix] আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত?
উত্তর- নেদারল্যান্ডের হেগ শহরে।

[x] নিরাপত্তা পরিষদের ভেটো প্রদানের ক্ষমতা আছে এমন দুটি রাষ্ট্রের নাম উল্লেখ করো।
উত্তর- মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন।

অথবা, জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত?
উত্তর- জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা 54 ।

[xi] সার্কের সদস্য রাষ্ট্রগুলির নাম লেখ।
উত্তর- ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান।

অথবা, SAPTA এর পূর্ণরূপ কী?
উত্তর- সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট।

[xii] কোন বছর বন্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়?
উত্তর- 1955 খ্রিস্টাব্দে।

[xiii] ভারতের কোন প্রধানমন্ত্রী 1987 সালে শ্রীলঙ্কা সরকারের সাথে শান্তি স্থাপনের উদ্দেশ্যে চুক্তি করেন?
উত্তর- ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী।

[xiv] 'পেরেস্ট্রোইকা' কী?
উত্তর- অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের একটি প্রক্রিয়া।

[xv] দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কী?
উত্তর- ঠান্ডা লড়াই হল উত্তেজনাপূর্ণ বাতাবরণ; আর, দাঁতাত হল উত্তেজনার প্রশমন।

[xvi] কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়?
উত্তর- পটসডাম সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়।

অথবা, ট্রুম্যান নীতি কী?
উত্তর- সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক এবং ভৌগোলিক আগ্রাসন রোধ করার উদ্দেশ্যে গৃহীত মার্কিন বিদেশনীতি হল ট্রুম্যান নীতি। মার্কিন রাষ্ট্রপতি হ্যারি এস. ট্রুম্যানের নাম অনুসারে এই নীতির নামকরণ হয়েছিল। 

উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন