Header Ads Widget

header ads

Ticker

6/recent/ticker-posts

উঃ মাঃ রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন 2018

HIGHER SECONDARY EXAM- 2018

HS POL SC 2016 (উচ্চমাধ্যমিক ২০১৮)

রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর

Pol Sc Question Answer 2018


Pol Science Questions


ক বিভাগ

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ৪x5=40

i) ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উপাদানগুলি আলােচনা করাে। 2+6

অথবা, বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা কী? জাতীয় স্বার্থরক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করাে। 3+5

ii) মার্কস্-এর রাষ্ট্র সম্পকিত তত্ত্বটি আলােচনা করাে। 8

iii) ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলি আলােচনা করাে। 4+4

অথবা, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করাে। 5+3

(iv) ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলি আলােচনা করাে। 8

অথবা, ভারতীয় পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি ব্যাখ্যা করাে। 8

(v) ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলি ব্যাখ্যা করাে। 2+6


বিভাগ- খ

1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ : 1x 24=24

(i) 'ঠান্ডা লড়াই’ শব্দটি প্রথম প্রয়ােগ করেন?

(a) বার্নার্ড বারুচ
(b) টুম্যান
(c) চার্চিল
(d) গর্বাচেভ। উঃ (a) বার্নার্ড বারুচ।

(ii) বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়-

(a) 1955 খ্রিস্টাব্দে 
(b) 1956 খ্রিস্টাব্দে 
(c) 1961 খ্রিস্টাব্দে
(d) 1965 খ্রিস্টাব্দে। উঃ (c) 1961 খ্রিস্টাব্দে।

(iii) 'ওয়ারশ চুক্তি' গঠিত হয় কার উদ্যোগে?

(a) সেভিয়েত ইউনিয়ন 
(b) মার্কিন যুক্তরাষ্ট্র 
(c) ব্রিটেন
(d) ফ্রান্স। উঃ (a) সেভিয়েত ইউনিয়ন।

(iv) ভারত-পাক ‘সিমলা চুক্তি' সম্পাদিত হয়েছিল কোন সালে?

(a) 1965 সালে
(b) 1972 সালে
(c) 1975 সালে 
(d) 1978 সালে। উঃ (b) 1972 সালে।

(v) সার্ক (SAARC)-এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-

(a) দিল্লিতে
(b) ইসলামাবাদে 
(c) ঢাকায়
(d) কলম্বােতে। উঃ (c) ঢাকায়।

(vi) পঞ্চশীল চুক্তি সাক্ষরিত হয় কোন সালে?

(a) 1950 সালে 
(b) 1945 সালে
(c) 1954 সালে
(d) 1991 সালে। উঃ (c) 1954 সালে।

(vi) UNO-র প্রথম মহাসচিব ছিলেন-

(a) ইউ থান্ট
(b) ট্রিগভি লি
(c) কোফি আন্নান 
(d) বান কি মুন। উঃ (b) ট্রিগভি লি।

(viii) নিরাপত্তা পরিষদের মােট সদস্য সংখ্যা হল-

(a) 10
(b) 15
(c) 20
(d) 25 উঃ (b) 15 (স্থায়ী 5, অস্থায়ী 10)।

(ix) সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কয়টি?

(a) 110টি
(b) 111টি
(c) 112টি
(d) 113টি উঃ (b) 111টি।

(x) সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা হল-

(a) 190
(b) 191
(c) 192
(d) 193 উঃ (d) 193।

(xi) তত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে-

(a) ব্রিটেনে
(b) ভারতে
(c) মার্কিন যুক্তরাষ্ট্র 
(d) জাপানে। উঃ (c) মার্কিন যুক্তরাষ্ট্র।

(xii) বহু পরিচালকবিশিষ্ট শাসনব্যবস্থার উদাহরণ হল-

(a) সুইজারল্যান্ড 
(b) ফ্রান্স
(c) ভারত
(d) গ্রেট ব্রিটেন। উঃ (a) সুইজারল্যান্ড।

(xil) “ন্যায়বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার।"—এ কথা বলেছেন-

(a) মার্কস
(b) গেটেল
(c) বাকার
(d) লর্ড ব্রাইস। উঃ (d) লর্ড ব্রাইস।

(xiv) "দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা।”- এ কথা বলেছেন

(a) লর্ড কার্জন
(b) লর্ড অ্যাক্টন
(c) গ্রীন
(d) লক। উঃ (b) লর্ড অ্যাক্টন।

(xv) দ্বিকক্ষবাদ-এর সমর্থক হলেন-

(a) জে এস মিল 
(b) হেগেল
(c) বার্কার
(d) ফাইনার। উঃ (a) জে এস মিল।

(xvi) “পার্লামেন্ট হল খেলার বিষয়”বলেছেন-

(a) বেনিটো মুসােলিনি 
(b) হিটলার
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) স্তালিন। উঃ (a) বেনিটো মুসােলিনি।

(xvii) কেন্দ্রীয় মন্ত্রীসভার নেতা হলেন-

(a) উপরাষ্ট্রপতি
(b) প্রধানমন্ত্রী 
(c) রাষ্ট্রপতি
(d) স্পিকার। উঃ (b) প্রধানমন্ত্রী।

(xviii) ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন-

(a) ড. রাজেন্দ্র প্রসাদ 
(b) ড. সর্বপল্লি রাধাকৃষ্ণান
(c) ড. জাকির হােসেন 
(d) রামনাথ কোবিন্দ। 

উঃ (b) ড. সর্বপল্লি রাধাকৃষ্ণান।

(xix) রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল-

(a) 530
(b) 250
(c) 150
(d) 552 উঃ (b) 250

(xx) রাজ্য আইনসভার উচ্চকক্ষ হল-

(a) বিধানসভা
(b) বিধান পরিষদ 
(c) লােকসভা
(d) রাজ্যসভা। উঃ (b) বিধান পরিষদ।

(xxi) কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন-এর মেয়র নির্বাচিত হন।

(a) 5 বছরের জন্য 
(b) 6 বছরের জন্য 
(c) 3 বছরের জন্য
(d) 4 বছরের জন্য। উঃ (a) 5 বছরের জন্য।

(xxii) গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন-

(a) পঞ্চায়েত সমিতি 
(b) বিডিও
(c) সভাপতি
(d) সভাধিপতি। উঃ (b) বিডিও।

(xiii) পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়

(a) কাউন্সিলর
(b) মেয়র
(c) সভাপতি
(d) চেয়ারম্যান। উঃ (a) কাউন্সিলর।

(xxiv) পঞ্চায়েত ব্যবস্থার ............. স্তর হল পঞ্চায়েত সমিতি।
(a) প্রথম
(b) দ্বিতীয়
(c) তৃতীয়
(d) চতুর্থ। উঃ (b) দ্বিতীয়।

2 নিম্নলিখিত প্রশ্নগুলির অতি-সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1x16=16

(i) SEATO কথার পূর্ণ রূপ কী?

উত্তর- South East Asian Treaty Organisation (সাউথ ইস্ট এসিয়ান ট্রিটি অর্গানাইজেশন।)

(ii) NAM-এর একটি নীতি উল্লেখ করাে।

উত্তর- শান্তিপূর্ণ সহাবস্থান।

অথবা, জোট নিরপেক্ষ আন্দোলনের দু-জন মুখ্য প্রবক্তার নাম করাে।

উত্তর- জহরলাল নেহেরু এবং সুকর্ণ।

(iii) দ্বিমেরুকরণ কাকে বলে?

উত্তর- বিশ্বরাজনীতি পরস্পর বিবদমান দুটি শিবিরে বিভক্ত হওয়াকেই বলে দ্বিমেরুকরণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতিতে দ্বিমেরুকরণের উদ্ভব হয়েছিল।

(iv) ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ কী?

উত্তর- ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ হল জোট নিরপেক্ষতা।

অথবা, যে-কোনাে একটি পঞ্চশীল নীতি উল্লেখ করাে।

উত্তর- শান্তিপূর্ণ সহাবস্থান।

(v) কটি সদস্য রাষ্ট্র নিয়ে SAARC গঠিত হয়েছিল?

উত্তর- সাতটি সদস্য রাষ্ট্র নিয়ে SAARC গঠিত হয়েছিল।

(vi) BRICS কী?

উত্তর- BRICS হল পাঁচটি রাষ্ট্রের একটি সংগঠন রাষ্ট্রগুলি হল ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা।

অথবা, G-77 বলতে কী বােঝাে?

উত্তর- G- 77 হল 77 টি উন্নয়নশীল রাষ্ট্রের জোট। 1964 সালের 15ই জুন G- 77 এর জন্ম হয়।

(vii) সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত ?

উত্তর- মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে।

অথবা, 'অতলান্তিক সনদ” কত সালে স্বাক্ষরিত হয়?

উত্তর- 1941 সালে।

(viii) নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করাে।

উত্তর- নিরাপত্তা পরিষদের কোনো নিজস্ব স্থায়ী সৈন্যবাহিনী নেই।

(ix) অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখাে।

উত্তর- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) , খাদ্য এবং কৃষি সংস্থা (FAO)।

(x) আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত?

উত্তর- আন্তর্জাতিক আদালতের 15 জন বিচারপতি রয়েছেন।

(xi) Spirit of the Laws গ্রন্থটি কার লেখা?

উত্তর- মন্তেস্কুর লেখা।

(xii) 'অর্পিত ক্ষমতাপ্রসূত আইন’-এর সংজ্ঞা দাও।

উত্তর- আইনবিভাগ কর্তৃক অর্পিত ক্ষমতার ভিত্তিতে শাসনবিভাগ যে আইন রচনা করে, তাকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলা হয়।

অথবা, আমলাতন্ত্র বলতে কী বােঝাে?

উত্তর- প্রশাসনের স্থায়ী এবং অরাজনৈতিক অংশটিকে বলা হয় আমলাতন্ত্র।

(xiii) ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?

উত্তর- পার্লামেন্টের উভয়কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচকমণ্ডলীর দ্বারা একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ভোটের দ্বারা ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন।

অথবা, রাজ্যপাল পদের একটি যােগ্যতা লেখাে।

উত্তর- রাজ্যপাল হওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।

(xiv) ভারতের প্রধানমন্ত্রীর যে-কোনাে দুটি ক্ষমতা উল্লেখ করাে।

উত্তর- 1) রাষ্ট্রপতিকে পরামর্শদান করেন, 2) পররাষ্ট্রনীতি রচনা করেন।

(xv) ওয়ার্ড কমিটি কী?

উত্তর- পৌরসভার অন্তর্গত ওয়ার্ডভিত্তিক কমিটিকে বলে ওয়ার্ড কমিটি। একটি ওয়ার্ড নিয়ে ওয়ার্ড কমিটি গঠিত হলে সেই ওয়ার্ডের কাউন্সিলর হন কমিটির সভাপতি; একাধিক ওয়ার্ড নিয়ে ওয়ার্ড কমিটি গঠিত হলে যেকোনো একজন কাউন্সিলর সেই কমিটির সভাপতি হন।

অথবা, পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের দুটি উৎস উল্লেখ করাে।

উত্তর- 1) রাজ্য সরকারের দেওয়া আর্থিক অনুদান; 2) বিভিন্ন কর ও ফি বাবদ সংগৃহিত অর্থ।

(xvi) ক্ষুদ্র জেলাশাসক কাকে বলা হয়?

উত্তর- মহকুমাশাসককে ক্ষুদ্র জেলাশাসক বলা হয়।

অথবা, ন্যায় পঞ্চায়েত বলতে কী বােঝো?

উত্তর- বিচারকার্যের সঙ্গে যুক্ত পঞ্চায়েতকে ন্যায় পঞ্চায়েত বলা হয়।
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন