HIGHER SECONDARY EXAM- 2017
HS POL SC 2016 (উচ্চমাধ্যমিক ২০১৭)রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর
Pol Sc Question Answer 2017
1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 8*5 = 40
i) আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা লেখো। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো। [2+6]
অথবা, বিশ্বায়নের সংজ্ঞা লেখো। বিশ্বায়নের বিভিন্ন রূপ আলোচনা করো। [2+6]
ii) উদারনীতিবাদ কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো। [3+5]
iii) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষের যুক্তি গুলি আলোচনা করো। [4+4]
অথবা, আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। [8]
iv) ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো। [4+4]
v) ভারতের সংসদের রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। [8]
অথবা, পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা পর্যালোচনা করো। [8]
বিভাগ- খ
1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : 1x24=24
(i) ...... হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা
(a) BDO
(b) SDO
(c) DM
(d) PM [উঃ (a) BDO]
(ii) কলকাতা পৌরনিগম আইন প্রণীত হয়েছিল।
(a) 1980 খ্রিস্টাব্দে
(b) 1982 খ্রিস্টাব্দে
(c) 1992 খ্রিস্টাব্দে
(d) 1993 খ্রিস্টাব্দে। [উঃ (a) 1980 খ্রিস্টাব্দে।]
(iii) কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন-
(a) মেয়র
(b) ডেপুটি মেয়র
(c) কমিশনার
(d) কাউন্সিলার [উঃ (c) কমিশনার।]
(iv) তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশােধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে-
(a) 1992 খ্রিস্টাব্দে
(b) 1993 খ্রিস্টাব্দে
(c) 1994 খ্রিস্টাব্দে
(d) 1995 খ্রিস্টাব্দে [উঃ (a) 1992 খ্রিস্টাব্দে।]
(v) পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় ... খ্রিস্টাব্দে।
(a) 1966।
(b) 1977
(c) 1995
(d) এখনও প্রতিষ্ঠিত হয়নি।
[উঃ (d) এখনও প্রতিষ্ঠিত হয়নি।]
(v) সুপ্রিমকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হয়-
(a) 30 বছর
(b) 35 বছর
(c) 45 বছর
(d) বয়সের কোনাে শর্ত নেই।
[উঃ (d) বয়সের কোনাে শর্ত নেই।]
(vii) লোেক আদালত প্রথম গঠিত হয়েছিল।
(a) দিল্লিতে
(b) জুনাগড়ে (গুজরাট)
(c) চেন্নাইতে
(d) মুম্বইতে। [উঃ (a) দিল্লিতে।]
(vii) কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে ..... পর্যন্ত।
(a) ওড়িশা
(b) বিহার
(c) ত্রিপুরা
(d) আন্দামান ও নিকোবর।
[উত্তর- (d) আন্দামান ও নিকোবর।]
(ix) অর্থবিল প্রথম উপস্থাপিত হয়-
(a) লােকসভায়
(b) রাজ্যসভায়
(c) সুপ্রিমকোর্টে
(d) হাইকোর্টে। [উঃ (a) লােকসভায়।]
(x) পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মােট সদস্য হল-
(a) 294 জন
(b) 180 জন
(c) 160 জন
(d) 295 জন। [উঃ (a) 294 জন।]
(xi) সুপ্রিমকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল-
(a) 65 বছর
(b) 62 বছর
(c) 60 বছর
(d) 70 বছর। [উঃ (a) 65 বছর।]
(xi) ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়-
(a) 1985 খ্রিস্টাব্দে
(b) 1986 খ্রিস্টাব্দে
(c) 1987 খ্রিস্টাব্দে
(d) 198৪ খ্রিস্টাব্দে। [উঃ (b) 1986 খ্রিস্টাব্দে।]
(xii) সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন
(a) উপরাষ্ট্রপতি
(b) স্পিকার
(c) রাজ্যপাল
(d) রাষ্ট্রপতি। [উঃ (b) স্পিকার।]
(xiv) কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যরা নিযুক্ত হন___ -এর দ্বারা।
(a) রাষ্ট্রপতি
(b) প্রধানমন্ত্রী
(c) স্পিকার
(d) মুখ্যমন্ত্রী। [উঃ (a) রাষ্ট্রপতি।]
(xv) 'শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়-
(a) 1960 খ্রিস্টাব্দে
(b) 1970 খ্রিস্টাব্দে
(c) 1950 খ্রিস্টাব্দে
(d) 1965 খ্রিস্টাব্দে [উঃ (c) 1950 খ্রিস্টাব্দে।]
(xvi) নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে-
(a) মহাসচিব
(b) সমস্ত সদস্যরা
(c) স্থায়ী সদস্যরা
(d) অস্থায়ী সদস্যরা [উঃ (c) স্থায়ী সদস্যরা]
(xvii) ভারতের পররাষ্ট্র নীতির একটি অভিনব বৈশিষ্ট্য হল
(a) ব্যবসার প্রসার
(c) পঞ্চশীল নীতি অনুসরণ
(b) অন্য রাষ্ট্রকে অধীনে আনা
(d) এদের কোনােটিই নয়।
[উঃ (c) পঞ্চশীল নীতি অনুসরণ।]
(xviii) "The Making of Foreign Policy" বইটি কার লেখা?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) মরগেনথাউ
(c) জোসেফ ফ্রাংকেল
(d) ইভান লুয়ার্ড
[উত্তর- (c) জোসেফ ফ্রাংকেল।]
(xix) সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল-
(a) অছি পরিষদ
(b) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
(c) নিরাপত্তা পরিষদ
(d) জাতিসংঘ। [উঃ (d) জাতিসংঘ।]
(x) 1945 খ্রিস্টাব্দে __ টি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল।
(a) 21
(b) 50
(c) 187
(d) 193 [উঃ (b) 50]
(xxi) বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল-
(a) 1945 খ্রিস্টাব্দে
(b) 1950 খ্রিস্টাব্দে
(c) 1955 খ্রিস্টাব্দে
(d) 1960 খ্রিস্টাব্দে। [উঃ (c) 1955 খ্রিস্টাব্দে]
(xii) সার্ক প্রতিষ্ঠিত হয়-
(a) 1985 খ্রিস্টাব্দে
(b) 1945 খ্রিস্টাব্দে
(c) 1990 খ্রিস্টাব্দে
(d) 2015 খ্রিস্টাব্দে [উঃ (a) 1985 খ্রিস্টাব্দে]
(xxiii) ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম-
(a) ভারত ও সােভিয়েত ইউনিয়ন
(b) চিন ও পাকিস্তান।
(c) মার্কিন যুক্তরাষ্ট্র ও সােভিয়েত ইউনিয়ন
(d) জার্মানি ও ভারত।
[উঃ (c) মার্কিন যুক্তরাষ্ট্র ও সােভিয়েত ইউনিয়ন]
(xxiv) ঠান্ডা লড়াইয়ের অবসান হয়-
(a) 1980 খ্রিস্টাব্দে
(b) 1995 খ্রিস্টাব্দে
(c) 1991 খ্রিস্টাব্দে
(d) 2000 খ্রিস্টাব্দে [উঃ (c) 1991 খ্রিস্টাব্দে]
2 নিম্নলিখিত প্রশ্নগুলির অতি-সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):1x16=16
(i) পটসডাম সম্মেলনে যোগদানকারী যেকোনাে দুজন নেতার নাম লেখাে।
উত্তর- জোসেফ স্ট্যালিন এবং হ্যারি ট্রুম্যান।
অথবা, বহুমেরুতা বলতে কী বােঝো?
উত্তর- আন্তর্জাতিক রাজনীতির আলোচনায় বহুমেরুতা বলতে বোঝায় দুইয়ের বেশি ক্ষমতাকেন্দ্রের উপস্থিতি।
(ii) SAPTA-র পুরাে কথাটি কী?
উত্তর- South Asian Preferential Trade Agreement (সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়েল ট্রেড এগ্রিমেন্ট।)
(iii) পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে?
উত্তর- পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য হল সেই সব স্বপ্ন ও পরিকল্পনা যেগুলি আন্তর্জাতিক ব্যবস্থাকে পুনর্গঠিত করতে চায়।
(iv) সাধারণ সভায় প্রতিটি সদস্যরাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে?
উত্তর- সর্বাধিক পাঁচজন সদস্য।
(v) আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?
উত্তর- নেদারল্যান্ডের হেগ শহরে।
অথবা, সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয় ?
উত্তর- 24শে অক্টোবর।
(vi) রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বােঝাে?
উত্তর- রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা হল সেই সব ক্ষমতা যেগুলি রাজ্যপাল মন্ত্রিসভার পরামর্শ ছাড়াই প্রয়োগ করতে পারেন।
(vii) বিচার বিভাগীয় অতিসক্রিয়তা বলতে কী বােঝো?
উত্তর- মানবাধিকার রক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে বিচার বিভাগের অপ্রথাগত ভূমিকা পালন করাই হল বিচার বিভাগীয় অতি সক্রিয়তা।
(viii) বােরাে কমিটি কী?
উত্তর- বরো কমিটি হল পৌর এলাকায় এলাকা ভিত্তিক বিশেষ কমিটি। পাঁচ থেকে দশটি ওয়ার্ড নিয়ে একেকটি বরো গঠিত হয় এবং উক্ত ওয়ার্ডের কাউন্সিলরগণ সংশ্লিষ্ট বরো কমিটির সদস্য হন। বর্তমানে কলকাতা পৌরনিগমের 15 টি বরো কমিটি রয়েছে।
(ix) NAM-এর পুরাে কথাটি কী?
উত্তর- নন এলাইনমেন্ট মুভমেন্ট (Non-Alignment Movement)
অথবা, NATO-এর পুরাে কথাটি কী?
উত্তর- North Atlantic Treaty Organization (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন)।
(x) মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল?
উত্তর- মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবনের মাধ্যমে কমিউনিজমের প্রসার রোধ করা।
অথবা, দাঁতাত বলতে কী বােঝাে?
উত্তর- ফরাসি শব্দ 'দাঁতাত'-এর অর্থ উত্তেজনা প্রশমন এবং বন্ধুত্বের প্রতিষ্ঠা।
(xi) গুজরাল নীতি কার সৃষ্টি?
উত্তর- ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরাল।
অথবা, ভারতের কোন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার সঙ্গে শান্তি স্থাপনের জন্য চুক্তি করেন 1987 সালে?
উত্তর- রাজীব গান্ধী।
(xii) সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশােধনের কাজ করে?
উত্তর- সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ।
অথবা, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কী?
উত্তর- আন্তোনিও গুতেরেস।
(xiii) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয়?
উত্তর- অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা 54 জন।
(xiv) ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
উত্তর- একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ভোটের মাধ্যমে একটি নির্বাচনী সংস্থার দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
(xv) সুপ্রিমকোর্টের এক্তিয়ার বা এলাকাগুলি কী কী?
উত্তর- সুপ্রিম কোর্টের এক্তিয়ার বা এলাকাগুলি হল- মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা এবং আদেশ-নির্দেশ ও লেখদান করার এলাকা।
অথবা, গণ-আদালতের কার্যাবলি কী?
উত্তর- বিনা খরচে, দ্রুত এবং সহজ পদ্ধতিতে বিরোধ মীমাংসার ব্যবস্থা করা।
(xvi) পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কী?
উত্তর- পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হল জেলা পরিষদ।
উঃ মাঃ রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন